ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পিরোজপুরে স্ত্রী-শিশু কন্যা হত্যা ॥ স্বামীর ফাঁসি

প্রকাশিত: ১০:০২, ৩১ অক্টোবর ২০১৯

 পিরোজপুরে স্ত্রী-শিশু কন্যা হত্যা ॥  স্বামীর ফাঁসি

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ৩০ অক্টোবর ॥ স্ত্রী ও ৬ মাসের শিশুকন্যাকে হত্যার দায়ে স্বামীকে ফাঁসি ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। বুধবার বিকেলে এ আদেশ দিয়েছেন পিরোজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক । ফাঁসির দন্ডপ্রাপ্ত সিরাজুল হক মঠবাড়িয়া উপজেলার উত্তর মিরুখালী গ্রামের মৃত জবেদ আলী আকনের পুত্র। মামলার সূত্রে জানা গেছে, মঠবাড়িয়ার বাদুরা গ্রামের আবদুর রব ফরাজীর মেয়ে নাজমা (২৬) এর সঙ্গে একই উপজেলার উত্তর মিরুখালী গ্রামের মৃত জবেদ আলী আকনের পুত্র সিরাজুল হকের সঙ্গে বিয়ে হয়। তাদের সংসারে একপুত্র ও দুইকন্যা সন্তান রয়েছে হত্যাকান্ডের দেড়মাস পূর্বে সিরাজুল সৌদি আরবে মাত্র তিনমাস থেকে দেশের বাড়িতে ফিরে আসে। ২০০৩ সালের ৯ নবেম্বর স্ত্রী নাজমার নামে থাকা ৫কাঠা জমি বিক্রি করে ফের বিদেশে যাওয়ার জন্য স্ত্রী-কন্যাসহ শ্বশুরবাড়ি থেকে সিরাজুল তার ভগ্নিপতি আফজালের বাড়িতে যায়। যাওয়ার সময় ওই শ^শুরবাড়িতেই ২টি ছেলে মেয়ে রেখে যায়। জমি বিক্রির কথা পাকাপাকি করে নাজমা শিশুকন্যাকে নিয়ে বাপের বাড়িতে যেতে চাইলে স্বামী সিরাজুল বাধা দেয়। একপর্যায়ে নাজমা শিশুকন্যাকে নিয়ে বাপের বাড়িতে যাওয়ার উদ্দেশে রওনা হয়। কুষ্টিয়ায় দুই যুবকের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা কুষ্টিয়া থেকে জানান, মিরাজ ওরফে আলমগীর নামের এক কৃষককে হত্যার দায়ে দুই যুবকের যাবজ্জীবন কারাদ-সহ ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছে আদালত। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এক আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত ওই দুই আসামি মিরপুর উপজেলার পুটিমারি গ্রামের মুন্তাজ আলীর ছেলে কামরুল ইসলাম (৩৭) এবং পলাতক আসামি কোরবান আলীর ছেলে কামাল হোসেন (৪০)। এছাড়া মামলার অপর তিন আসামি কোরবান আলী, আকলিমা খাতুন ও রূপালী খাতুনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়া তাদের বেকসুর খালাস দেয়া হয়। রাজশাহীতে যুবক স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় কবির হোসেন (৩১) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও পাঁচ মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। বুধবার দুপুরে রাজশাহীর বিশেষ জজ আদালত-১ এর বিচারক ইসমত আরা এ রায় ঘোষণা করেন।
×