ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পঞ্চগড়ে স্কুলে বায়োমেট্রিক হাজিরা মেশিন ক্রয়ে অনিয়ম

প্রকাশিত: ০৯:৫৯, ৩১ অক্টোবর ২০১৯

 পঞ্চগড়ে স্কুলে বায়োমেট্রিক হাজিরা মেশিন ক্রয়ে অনিয়ম

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ সরকারী প্রাইমারী স্কুলে শিক্ষকদের হাজিরার জন্য স্লিপের বরাদ্দ থেকে বায়োমেট্রিক হাজিরা মেশিন বা স্মার্ট এ্যাটেনডেন্স মেশিন কেনায় ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জেলার এক উপজেলায় ১৪২টি স্কুলে প্রাথমিক শিক্ষা অফিসারের যোগসাজশে ঢাকার একটি প্রতিষ্ঠান কমমূল্যে নিম্নমানের মেশিন সরবরাহ করে দ্বিগুণ টাকা হাতিয়ে নিয়েছে। আর অন্য চার উপজেলার ৫২১টি স্কুলে গত জুনেই ভাউচার জমা দিয়ে টাকা তুলে নেয়া হলেও সেসব স্কুলে এখন পর্যন্ত একটি মেশিন কেনা হয়নি। কিন্তু তুলে নেয়া টাকা কী করা হয়েছে-তা কেউ জানে না। তবে, স্কুলগুলোর প্রধানরা বলছেন তাঁরা বায়োমেট্রিক মেশিনের টাকা তুলে রেখে দিয়েছেন। জেলার পাঁচ উপজেলায় ৬৬৩টি স্কুলে তিন কোটি ৩৩ লাখ টাকা মেশিন কেনার ভাউচার দেখানো হয় মর্মে অভিযোগে জানা গেছে। অভিযোগ মতে, শুধু দেবীগঞ্জ উপজেলার ১৪২টি স্কুলে বায়োমেট্রিক হাজিরা মেশিন কেনা হলেও এসব মেশিন অত্যন্ত নিম্নমানের। এসব নিম্নমানের মেশিন কেনা বাবদ ৩০ লাখ টাকার ভাউচার দেখানো হলেও অর্ধেক টাকা গেছে প্রাথমিকের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট আইটি প্রতিষ্ঠানের পকেটে। আর পঞ্চগড়, বোদা, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলায় এর চেয়েও নিম্নমানের মেশিন সরবরাহ করে কোটি টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছে সংঘবদ্ধ ওই চক্রটি। অভিযোগে জানা যায়, রংপুরের সাবেক বিভাগীয় কমিশনার জয়নুল বারীর ছেলে বুয়েটের ছাত্র মহসিনুল বারীর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ইনোভেস টেকনোলজির মাধ্যমে ‘টিপসই স্মার্ট এ্যাটেনডেন্স’ নামের বায়োমেট্রিক মেশিন কেনাবেচা চলছে। আর তাদের কাছ থেকে মেশিন নিয়ে স্কুলগুলোতে ইউরো বাংলা নামে একটি আইটি প্রতিষ্ঠান মেশিন সরবরাহ করছে। বাজারে যে মেশিন ৮ থেকে ১০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে সেই মেশিন কমমূল্যের মেশিন ২১হাজার ৫শ’ টাকায় (ভ্যাটসহ) কেনা হচ্ছে। এসব মেশন এতই নিম্নমানের যে দু-একমাসের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। উর্ধতন কর্তৃপক্ষের ইশারায় শিক্ষকদের ঘাড়ে নিম্নমানের বায়োমেট্রিক মেশিন চাপিয়ে দেয়া হচ্ছে মর্মে অভিযোগে জানা গেছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম বলেন, স্লিপের টাকায় বায়োমেট্রিক কেনাকাটায় কোন অনিয়ম হলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
×