ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভ্রাম্যমাণ আদালতে তিনজনের জেল জরিমানা

প্রকাশিত: ০৯:৪৪, ৩১ অক্টোবর ২০১৯

 ভ্রাম্যমাণ আদালতে তিনজনের জেল জরিমানা

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ৩০ অক্টোবর ॥ কেশবপুরে ভিন্নভিন্ন অপরাধে তিনজনকে ভ্রাম্যমাণ আদালত জেল ও জরিমানা প্রদান করেছে। এদের মধ্যে একজন পল্লী বিদ্যুত অফিসের দালাল ও দুইজন মাদক সেকক ও মাদক বিক্রেতা। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান পৃথক তিনটি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের জেল ও জরিমানা প্রদান করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, পল্লী বিদ্যুতের সেচ যন্ত্রের সংযোগ নিয়ে দেয়ার কথা বলে উপজেলার কোমলপোল গ্রামের নিছার আলী গাজীর ছেলে মনিরুল ইসলাম শত শত কৃষকের নিকট থেকে প্রায় দেড় লাখ করে টাকা নিয়েছে। বুধবার কেশবপুর উপজেলার প্রত্যাপপুর গ্রামের আজগর আলী মনিরুলের বিরুদ্ধে ১ লাখ ৪০ হাজার টাকা নিয়ে বিদ্যুত সংযোগ না দেয়ার অভিযোগ করেন কেশবপুর পল্লী বিদ্যুত অফিসে। বিদ্যুত অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবু আনসার নাসের আলী জনকণ্ঠকে জানান, মনিরুল এভাবে শত শত কৃষকের নিকট থেকে প্রায় লাখ লাখ করে টাকা নিয়েছে। অভিযোগ পেয়ে বুধবার সকালে কৌশলে মনিরুলকে ডেকে উপজেলা নির্বাহী অফিসারের কাছে হস্তান্তর করেছি। উপজেলা নির্বাহী অফিসার আদালত বসিয়ে মনিরুলকে (৩০) ভোক্তা অধিকার আইনে জনগণের সেবা দেয়ার কথা বলে টাকা নিয়ে সেবা না দেয়ার অপরাধে ১ বছর কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদ- প্রদান করেন।
×