ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মান্দায় ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত হচ্ছে গরু

প্রকাশিত: ০৯:৪৪, ৩১ অক্টোবর ২০১৯

 মান্দায় ল্যাম্পি স্কিন  রোগে আক্রান্ত হচ্ছে গরু

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩০ অক্টোবর ॥ মান্দায় ল্যাম্পি স্কিন ডিজিজে শত শত গরু আক্রান্ত হয়ে পড়েছে। ইতোমধ্যে মারা গেছে বেশ কিছু আক্রান্ত গরু। এতে খামারিরা আতঙ্কিত ও দিশেহারা হয়ে পড়েছেন। এ রোগটি মহামারী আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। উপজেলা প্রাণিসম্পদ দফতর বলছে, ল্যাম্পি স্কিন ডিজিজ একটি ভাইরাসজনিত রোগ। এতে আতঙ্কিত হবার কিছু নেই। সময়মতো সঠিক চিকিৎসায় এ রোগে আক্রান্ত গরু সুস্থ হয়ে উঠবে। তবে, এ রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩টি গরু মারা যাওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। গরু পালনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গরুর গায়ের চামড়ার ওপর দিয়ে প্রথমে বসন্তের মতো গুটি গুটি দেখা যায়। দুই-এক দিনের মধ্যেই তা পুরো শরীরে ছড়িয়ে পড়ছে। গুটিগুলো একসময় ঘায়ে পরিণত হচ্ছে। এ সময় গরুর শরীরে অতিরিক্ত তাপমাত্রা দেখা দিচ্ছে এবং গরু খাওয়া-দাওয়া ছেড়ে দিচ্ছে। অনেক সময় গরুর পা ফুলে যাওয়াসহ বুকের নিচে পানি জমে ক্ষতের সৃষ্টি হচ্ছে। ক্ষতস্থান থেকে মাংসও খসে খসে পড়ছে বলে উল্লেখ করেন তারা। উপজেলা প্রাণিসম্পদ দফতর সূত্রে জানা গেছে, ইতোমধ্যে এ রোগ সম্পর্কে জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণ ও গুরুত্বপূর্ণস্থানে পোস্টার লাগানো হয়েছে।
×