ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আইসিইউতে সাদেক হোসেন খোকা

প্রকাশিত: ০৯:৪১, ৩১ অক্টোবর ২০১৯

 আইসিইউতে সাদেক  হোসেন খোকা

স্টাফ রিপোর্টার ॥ গুরুতর অসুস্থ ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার অবস্থা সঙ্কটাপন্ন। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন খোকাকে এখন ম্যানহাটনের স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। বুধবার নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাদেক হোসেন খোকার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। খোকার ছেলে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনও বাবার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন। ক্যান্সারের চিকিৎসার জন্য ২০১৪ সালের ১৪ মে সপরিবারে নিউইয়র্ক যান সাদেক হোসেন খোকা। তারপর থেকে চিকিৎসকের পরামর্শে নিউইয়র্ক সিটির কুইন্সে একটি বাসায় অবস্থান করে দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছেন তিনি। তিন সপ্তাহ আগে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে ভর্তি করা হয় খোকাকে। ২৮ অক্টোবর তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। জানা যায়, বেশ কিছুদিন আগেই খোকার মুখে ঘা হয়ে যায়। তিনি খাবার খেতে পারছিলেন না বিধায় হাসপাতালে ভর্তির পর ২৭ অক্টোবর তার ফুসফুসে একটি ছোট অস্ত্রোপচার করা হয়। এরপর তাকে চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়। আব্বাসের স্ট্যাটাস ॥ এদিকে সাদেক হোসেন খোকা গুরুতর অসুস্থ শুনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন খোকার এক সময়ের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি তার স্ট্যাটাসে বলেন, ‘তুমি ফিরে এসো খোকা, আমি অপেক্ষায় থাকবো’। তিনি তার স্ট্যাটাসে আরও বলেন, ‘প্রিয় খোকা, আমি জানতে পারলাম তোমার শরীর খুব খারাপ। তুমি হাসপাতালে শয্যাশায়ী। জানার পর থেকে আমার মানসিক অবস্থা যে কতটা খারাপ এই কথাটুকু কার সঙ্গে শেয়ার করব সেই মানুষটা পর্যন্ত আমার নেই। তুমি আমি একসঙ্গে রাজনীতি করেছি। অনেক স্মৃতি আমার চোখের সামনে এই মুহূর্তে ভাসছে। তোমার আর আমার দীর্ঘ এই পথচলায় কেউ কেউ তাদের ব্যক্তিস্বার্থে তোমার আর আমার মাঝে একটা দূরত্ব তৈরি করে রেখেছিল। তবে তুমি আর আমি কেউই সেই দূরত্ব রয়েছে বলে কখনই মনে করিনি। আমি জানি না, তোমার সঙ্গে আমার আর দেখা হবে কিনা। আমার এই লেখাটি তোমার চোখে পড়বে কিনা বা তুমি দেখবে কিনা তাও আমি জানি না। তবে বিশ্বাস করো, তোমার শারীরিক অসুস্থতার কথা জানবার পর থেকেই বুকের ভেতরটা কেন যেন ভেঙ্গে আসছে। আমি বারবার অশ্রুসিক্ত হচ্ছি। মহান আল্লাহ তায়ালার কাছে দু’হাত তুলে তোমার জন্য এই বিশ্বাস নিয়ে দোয়া করছি, তিনি অবশ্যই তোমাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনবেন। তুমি আর আমি কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে বুক মিলিয়ে রাজনীতির মাঠে কাজ করে যাবো। না-হয় সেই আগের মতোই স্বার্থপর কোন মানুষদের জন্য আব্বাস আর খোকা বাইরে বাইরে দূরত্বের সেই অভিনয়টা করে যাবে, আর ভেতরে থাকবে দুজনের প্রতি দুজনের অন্তর নিংরানো ভালবাসা।’
×