ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়ারীতে দুটি রেস্তরাঁকে জরিমানা

প্রকাশিত: ০৯:৪০, ৩১ অক্টোবর ২০১৯

 ওয়ারীতে দুটি রেস্তরাঁকে জরিমানা

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ চন্দ্র দেবনাথের নেতৃত্বে বুধবার ঢাকা মহানগরীর র‌্যাঙ্কিন স্ট্রিট, ওয়ারী এলাকার বারগারোলজি ও ক্লাউড নাইন’ নামক দুটি আলাদা আলাদা রেস্তরাঁয় মোবাইল কোর্ট পরিচালনাকালে লেবেলবিহীন খাদ্যদ্রব্য এবং প্রিমিসেস লাইসেন্স ও কর্মচারীদের ডাক্তারী সনদপত্র ছাড়া ব্যবসারত অবস্থায় পাওয়ার অপরাধে রেস্তরাঁ দুটিকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী দুই লাখ ও এক লাখ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে প্রসিকিউটর হিসেবে সহায়তা করেছেন মোঃ আসলাম ভূঁইয়া, নিরাপদ খাদ্য পরিদর্শক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ ফোর্সের সদস্যবৃন্দ। উক্ত দুই প্রতিষ্ঠানকে ভবিষ্যতে নিরাপদ খাদ্যবিরোধী কার্য থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়। -বিজ্ঞপ্তি
×