ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মঞ্চে আসছে দিনাজপুর নাট্য সমিতির প্রযোজনা ‘কনক সরোজিনী’

প্রকাশিত: ০৯:২০, ৩১ অক্টোবর ২০১৯

 মঞ্চে আসছে দিনাজপুর নাট্য সমিতির প্রযোজনা ‘কনক সরোজিনী’

সংস্কৃতি ডেস্ক ॥ আবারও মঞ্চে আসছে নতুন নাটক। তবে ঢাকার মঞ্চে নয়, এবার সংস্কৃতিসমৃদ্ধ দিনাজপুরের মঞ্চে আলো জ্বলবে নতুন নাটকের। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর নাট্য সমিতির শতবর্ষীমঞ্চে অনুষ্ঠিত হবে নতুন এই নাটকের উদ্বোধনী প্রদর্শনী। পরের দিন আগামীকাল ১ নবেম্বর শুক্রবার একই সময়ে অনুষ্ঠিত হবে নাটকটির আরও একটি বিশেষ প্রদর্শনী। মাহমুদুল ইসলাম সেলিম রচিত ‘কনক সরোজিনী’ নামে এ নাটকটি নির্দেশনা দিয়েছেন তরুণ নাট্য প্রতিভা নয়ন বার্টেল। নবনির্মিত এ নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন ফজলে রাব্বী সুকর্ণ, সঙ্গীত ও আলোকায়ন করছেন নির্দেশক নয়ন বার্টেল নিজেই। দিনাজপুর নাট্য সমিতি প্রযোজিত ও ইতিহাস আশ্রিত এই নাটকে নাম ভূমিকায় অভিনয় করবেন সুপ্রীতি প্রিয়া। এছাড়াও অন্যান্য চরিত্রে থাকছেন- সম্বিত সাহা, ওমর শরীফ, কথক, সুপ্লা সাহা, তরিকুল আলম, রেনু বেগম, স্মৃতি, সগীর কমল, টঙ্কনাথ, রাজিব হোসেন, কনক রায়, জাহিদ হোসেন প্রমুখ। বাংলার নাটকে উনিশ শতক নানা কারণেই স্মরণযোগ্য। ভারতীয় রেনেসাঁ উত্তর এই সময়ে বাংলা নাটকের অভাবনীয় পরিবর্তন সাধিত হয়। পেশাদার রঙ্গমঞ্চ এ সময়ে এক পূর্ণাবয়ব লাভ করে। কলকাতার এই নাট্যযাত্রার প্রভাব তৎকালীন পূর্ববাংলার ঢাকাসহ মফস্বলে ছড়িয়ে পরে। তখনকার নাটকে মূলস্রোতে দাঁড়িয়েছেন নারী অভিনেত্রীরা। তাদের ভাসমান জীবন, মূল্যহীন যৌবন, আর অবশ্য বিক্রয়যোগ্য প্রতিভা বা ক্ষমতা সবটাই পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় পণ্য। শিল্পী এখানে দেহ সৌষ্ঠব আর লিঙ্গের কারণেই গুরুত্বহীন। হয়ত তাদের অকালমৃত্যু আর নিরন্তর আত্মত্যাগের মধ্য দিয়েই গড়ে উঠেছে আমাদের অজানা পেশাদার রঙ্গমঞ্চের অলিখিত ইতিহাস। ইতিহাসের সে সব ঘটনাই উপজীব্য হয়েছে এই নাটকে। অভিনেত্রী বিক্রয়ের প্রসঙ্গটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়েছে এতে। আজ বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা কি পেরেছি নারীর প্রতি সেই কুৎসিত দৃষ্টিভঙ্গি ফেরাতে? তেমনি অনেক প্রশ্নের উদ্রেক রয়েছে এই নাটকে। শতবর্ষী ঐতিহ্যের নাট্যসংগঠন দিনাজপুর নাট্য সমিতি। এটি নয়ন বার্টেল নির্দেশিত ১৭তম প্রযোজনা। এর আগে ‘ক্ষতবিক্ষত’, ‘ময়ূর সিংহাসন’, ‘প্রাগৈতিহাসিক’সহ বেশ কিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়ে নিজেকে একজন মেধাদীপ্ত নির্দেশক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। নতুন প্রযোজনায় তিনি কতটা আলো ফেলেন সেটিই এখন দেখার বিষয়।
×