ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে স্ত্রী পরিচয়ে অজ্ঞাত মহিলার লাশ দাফন ॥ তোলপাড়

প্রকাশিত: ০৯:১৭, ৩১ অক্টোবর ২০১৯

বাঁশখালীতে স্ত্রী পরিচয়ে অজ্ঞাত মহিলার লাশ দাফন ॥ তোলপাড়

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, চট্টগ্রাম, ৩০ অক্টোবর ॥ বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নোয়াপাড়া গ্রাম। গ্রামের উত্তর পাশের একটি কবরস্থানের পাশে একই এলাকার কুখ্যাত ডাকাত ডল্লা নিজের স্ত্রী পরিচয় দিয়ে এক নারীকে দাফন করেন। কুখ্যাত এই ডাকাতের নাম ডল্লা। গত রবিবার রাতে নিজের স্ত্রী পরিচয় দিয়ে হতভাগা এই নারীকে দাফন করে ফেলে। এই ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হলেও কবরস্থ নারীর পরিচয় শনাক্তে প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করেনি। এলাকার স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এদিকে বুধবার এ বিষয়ে জানতে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার ব্যাপারে আমি শুনেছি। এ ব্যাপারে কেউ আমাকে অবগত করেনি। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে বলেও তিনি জানান। স্থানীয় সূত্রে জানা যায়, ছনুয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নোয়াপাড়া গ্রামের মোঃ নুরুল হকের পুত্র আবুল কালাম ওরফে ডল্লা ডাকাত এক বছর ধরে দেশের বিভিন্ন জায়গার দরিদ্র পরিবারের মেয়েদের নিয়ে এসে এলাকায় ফুর্তি করেন। কিছুদিন ফুর্তি করার পর সে মেয়েগুলোকে ফেলে চলে যায়। চলে যেতে না চাইলে তাদের ওপর অমানবিক নির্যাতন চালিয়ে তাদেরকে হত্যা, গুমসহ বিভিন্নভাবে বের করে দেয় বলে অভিযোগ স্থানীয়দের। এরই ধারাবাহিকতায় গত রবিবার চট্টগ্রামের পতেঙ্গা থেকে এক মৃত নারীকে নিজের গ্রামে নিয়ে আসেন। সে এলাকায় মৃত নারীকে স্ত্রী পরিচয় দিয়ে বাড়ির পাশের একটি কবরস্থানের কিনারায় দাফন করে ফেলে। এর পরই এলাকায় এই ঘটনা নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। এই ঘটনার সত্যতা যাচাইয়ে স্থানীয় সাংবাদিকরা ডল্লার গ্রামের বাড়িতে গেলে ডল্লা কবরস্থ নারীকে নিজের স্ত্রী বলে পরিচয় দেন। পরে ক্যামেরা দেখার সঙ্গে সঙ্গেই ডল্লা পালিয়ে যায়।
×