ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইন মানতে বাধ্য করা

প্রকাশিত: ০৯:১৬, ৩১ অক্টোবর ২০১৯

আইন মানতে বাধ্য করা

মানুষ সামাজিক জীব। জীবন বাঁচার তাগিদে মানুষকে ঘরের বাইরে যেতেই হয়। জীবিকার সন্ধানে দেশ থেকে বিদেশে ছুটতে হয়। এজন্য কোন না কোন বাহনে মানুষকে উঠতেই হয়। লঞ্চ, স্টিমার, বিমান, বাস, মিনিবাস, বাইক, নসিমন, সিএনজি, অটো এসব মানুষের চলাচলের প্রধান বাহন হিসাবে ব্যবহৃত হয়। কিন্তু বর্তমানে কোন বাহনই নিরাপদ নয়। পত্রিকায় চোখ রাখলেই দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়। আকাশপথ, সড়কপথ ও পানিপথের দুর্ঘটনা নিত্তনৈমিত্তিকে পরিণত হয়েছে। বিশেষ করে সড়ক পথের দুর্ঘটনা মানুষকে ভীষণভাবে চিন্তিত করেছে। প্রতিদিনই অহরহ সড়ক দুর্ঘটনা ঘটছে। যে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে অসংখ্য তাজা প্রাণ। অনাকাক্সিক্ষত এই দুর্ঘটনার অনেক কারণের মধ্যে চালকের বেপরোয়া গতি ও খারাপ রাস্তা দুর্ঘটনা বাড়িয়ে দিচ্ছে। রাস্তায় গাড়ির বেপরোয়া গতি মানুষকে আতঙ্কিত করছে। এতে যেমন হারাচ্ছে তাজা প্রাণ, তেমনি হারাচ্ছে দেশের সুনাম। দেশের এক একটি প্রাণ এক একটি সম্পদ। দেশ উন্নয়নের হাতিয়ার। এভাবে সড়ক দুর্ঘটনায় আর কোন প্রাণকে হারাতে চাই না। দুর্ঘটনা এড়াতে হলে সড়ক উন্নয়নের পাশাপাশি চালকের প্রতি তীক্ষ দৃষ্টি দিতে হবে। চালকদের সড়কের আইন মানতে বাধ্য করতে হবে। বেপরোয়া গতি রোধ করতে হবে। অন্যথায় সড়ক দুর্ঘটনা এড়ানো কোনভাবেই সম্ভব নয়। ডিমলা, নীলফামারী থেকে
×