ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় ম্যাচেও হারলো শ্রীলঙ্কা

প্রকাশিত: ০৬:৫১, ৩০ অক্টোবর ২০১৯

দ্বিতীয় ম্যাচেও হারলো শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক ॥ আরও একবার ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়ে দ্বিতীয় ম্যাচ হারলো শ্রীলঙ্কা। ব্রিসবেনে টস জিতে আগে ব্যাট করে তারা ১৯ ওভারে ১১৭ রানে অলআউট হয়। মাত্র ১ উইকেট হারিয়ে ১৩ ওভারে ১১৮ রান করে অস্ট্রেলিয়া। ৯ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই ২-০ তে নিশ্চিত করলো অজিরা। ব্রিজবেনে আজ বুধবার লঙ্কানদের ১১৭ রানেই গুটিয়ে দেয় অস্ট্রেলিয়ান বোলাররা। রান তাড়ায় স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের শতরানের জুটিতে জয় ধরা দিয়েছে ৭ ওভার বাকি রেখেই। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ওয়ার্নার এবারও ম্যাচ সেরা হয়েছেন অপরাজিত ফিফটিতে। স্মিথের ব্যাট থেকেও এসেছে হার না মানা ফিফটি। দ্বিতীয় উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটি ১১৭ রানের। ছোট লক্ষ্য তাড়ায় প্রথম ওভারে প্রতিপক্ষ অধিনায়ক অ্যারন ফিঞ্চকে তুলে নিয়ে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিলেন মালিঙ্গা। তবে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান ওয়ার্নার ও স্মিথকে কোনো পরীক্ষায় ফেলতে পারেননি লঙ্কান বোলাররা। আগের ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া ওয়ার্নার ৩০ বলে ৭টি চারে তুলে নেন ফিফটি। স্মিথের ফিফটি আসে ৩২ বলে। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর এটি তার প্রথম টি-টোয়েন্টি ফিফটি। লঙ্কানদের পতনের শুরু ম্যাচের শুরুর দিকেই। ম্যাচের দ্বিতীয় ওভারেই রান আউটে ফেরেন কুসল মেন্ডিস। দ্বিতীয় উইকেটে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে লঙ্কানরা। দানুশকা গুনাথিলাকার সঙ্গে ২৮ রানের জুটি গড়েন আভিস্কা ফার্নান্দো। তবে এই জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে লঙ্কানরা। শেষ ৭ ব্যাটসম্যানের কেউই ছাড়াতে পারেননি ১০। সর্বোচ্চ ২৭ রান আসে কুসল পেরেরার ব্যাট থেকে। ২০ রানে ২ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা। মিচেল স্টার্কের ছুটিতে একাদশে সুযোগ পাওয়া বিলি স্ট্যানলেকও নিয়েছেন দুই উইকেট। দুটি করে নিয়েছেন বাঁহাতি স্পিনার অ্যাশটন অ্যাগার ও ফাস্ট বোলার প্যাট কামিন্সও। সিরিজের শেষ ম্যাচ আগামী শুক্রবার, মেলবোর্নে। সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা: ১৯ ওভারে ১১৭ (গুনাথিলাকা ২১, কুসল মেন্ডিস ১, ফার্নান্দো ১৭, কুসল পেরেরা ২৭, ডিকভেলা ৫, শানাকা ১, হাসারাঙ্গা ১০, উদানা ১০, সান্দাক্যান ১০, মালিঙ্গা ৯, প্রদিপ ২*; রিচার্ডসন ৩-০-১৭-০, স্ট্যানলেক ৪-০-২৩-২, কামিন্স ৪-০-২৯-২, অ্যাগার ৪-০-২৭-২, জ্যাম্পা ৪-০-২০-২) অস্ট্রেলিয়া: ১৩ ওভারে ১১৮/১ (ফিঞ্চ ০, ওয়ার্নার ৬০*, স্মিথ ৫৩*; মালিঙ্গা ৩-০-২৩-১, প্রদিপ ৩-০-২৬-০, সান্দাক্যান ৪-০-৪১-১, হাসারাঙ্গা ১-০-১৭-০, উদানা ২-০-১৬-০, সান্দাক্যান ৪-০-৩৩-০) ফল: অস্ট্রেলিয়া ৯ উইকেটে জয়ী। ম্যান অব দা ম্যাচ: ডেভিড ওয়ার্নার।
×