ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রহস্যে ঘেরা জেমস বন্ডের শূটিং

প্রকাশিত: ০৬:৩৭, ৩১ অক্টোবর ২০১৯

  রহস্যে ঘেরা জেমস বন্ডের শূটিং

এ কেমন কথা! সিনেমার শেষ দৃশ্যে কি হয়েছে সেটা জানেন না স্বয়ং মুখ্য চরিত্র। সিনেমার নাম নো টাইম টু ডাই। জেমস বন্ড সিরিজের ২৫তম সিনেমা। বন্ড সিরিজের সিনেমা মানেই রহস্য ঘেরা কিছু। কিন্তু এবার রহস্য যেন আগের সব কিছুকে ছাপিয়ে যাচ্ছে। জেমস বন্ড চরিত্রে অভিনয় করা ক্রেইগ পর্যন্ত জানেন না সিনেমার শেষ দৃশ্যে কি হচ্ছে। এটা কিভাবে সম্ভব? তাহলে শূটিং হলোই বা কিভাবে? শেষ দৃশ্যের শূটিং হয়েছে। তবে একবার নয় তিনবার! শেষ দৃশ্যের জন্য নির্মাতারা তিনটি ভিন্ন ভিন্ন গল্প রেখেছেন। এর মধ্যে কোন দৃশ্যটি দিয়ে সিনেমা শেষ হবে সেটা এখন পর্যন্ত জানেন হাতে গোনা কয়েকজন। এপ্রিলে মুক্তি পেতে যাওয়া এই সিনেমার শেষ গল্পে কি ঘটতে যাচ্ছে সেটা জানার জন্য অপেক্ষা করে আছেন স্বয়ং ক্রেইগ নিজেও! বন্ডকে এবার দেখা যাবে তার দীর্ঘদিনের বন্ধু ফেলিক্সের ডাকে সাড়া দিয়ে এক বিজ্ঞানীকে উদ্ধারের মিশনে নামতে। সিআইএতে কাজ করা ফেলিক্স অনেকবারই বন্ডকে বিপদ থেকে উদ্ধার করেছেন। বন্ধুর জন্য নিজের অবসর বাতিল করে বন্ড মুখোমুখি হবে আবার কোন সুপারভিলেনের। একটি দৃশ্যে বন্ডের নিহত হওয়ার সম্ভাবনা আছে এবং কোন নারী এমআইসিক্সের এজেন্ট ০০৭ জায়গা নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। গত দুই বছর ধরেই কোন নারী বন্ড হতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও শেষ মুহূর্তে কোন এক চমক দিয়ে গুঞ্জন উড়িয়ে দেবার ঘটনা প্রত্যেক সিনেমার আগেই দেখে আসছে জেমস বন্ড ভক্তরা। উল্লেখ্য, ২৫তম সিনেমার জন্য যেসব নাম আগে সংবাদমাধ্যম ধারণা করেছিল তার কোনটিই সিনেমার নাম হয়নি। বাকি দুটি দৃশ্যে সম্ভবত বন্ড বেঁচে যাবেন। নির্মাতারা জানিয়েছেন তিনটি দৃশ্যের শূটিংই সম্পন্ন হয়েছে। শেষ দৃশ্যে যাই হোক না কেন; এবারের পর আর ক্রেইগকে কালো স্যুট চাপিয়ে এ্যাস্টন মার্টিনে গতির ঝড় তোলা বা ভদকা মার্টিনি শেকেন নট স্টিয়ার্ডে চুমুক দিতে দেখা যাবে না। এটাই বন্ড হিসেবে ক্রেইগের শেষ সিনেমা। ক্রেইগকে বিদায় জানাতে এবং দর্শকদের রোমাঞ্চের স্বাদ দিতে শেষ পর্যন্ত কি চমক রাখছেন নির্মাতারা তার জন্য আগামী এপ্রিল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর উপায় কি!
×