ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রেজাউল করিম খোকন

টেকোদের নিয়ে তিন সিনেমা

প্রকাশিত: ০৬:২২, ৩১ অক্টোবর ২০১৯

 টেকোদের নিয়ে তিন সিনেমা

সিনেমার নায়ক হবে সুদর্শন, সুপুরুষ, দুঃসাহসী, দুর্দান্ত যুবক। আর নায়িকা মানেই রূপসী অনন্য অপরূপা ঝলমলে গ্ল্যামারাস। যাকে একবার দেখেই সবাই প্রেমে পড়তে বাধ্য। সব পুরুষের স্বপ্নকন্যা হবে সিনেমার নায়িকাটি। প্রচলিত ধারণাটি ক্রমেই বদলে যাচ্ছে। এখন সাদামাটা সাধারণ চেহারা নিয়ে পর্দায় নায়ক হিসেবে হাজির হচ্ছেন অনেক অভিনেতা। দর্শক এখন সিনেমার পর্দায় বৈচিত্র্যের খোঁজ করেন। একঘেয়েমি থেকে মুক্তি চান। আর এ কারণেই চিত্রনির্মাতারা নিত্য নতুন বৈচিত্র্যপূর্ণ নায়ক নায়িকা চরিত্র সৃষ্টি করছেন রুপালি পর্দায়। এ প্রসঙ্গে হালের বলিউডি দুটি সিনেমা ‘বালা’ এবং ‘উজডা চমন’-এর কথা বলা যায়। দুটি সিনেমা নিয়ে এখন বেশ আলোচনা চলছে। দর্শকদের বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে কমেডি ধাঁচের ছবি দুটি। মজার ব্যাপার হলো, ‘বালা’ এবং ‘উজডা চমন’ ছবি দুটির বিষয়বস্তু প্রায় একই রকম। এক পক্ষ আরেক পক্ষকে নকলের অভিযোগ এনে আদালতে মামলা ঠুকে দিয়েছেন। দুই সিনেমার নায়ক চুলহীন টাকপড়া মানুষ। একজন টেকো সিনেমার নায়ক হতে পারেÑ এমনি চিন্তাভাবনা আগে কেউ করেনি। ‘বালা’ ছবিতে আয়ুষ্মান খুরানা প্রথমবারের মতো একজন টেকোর চরিত্রে রূপদান করেছেন। এখানে তার অভিনীত চরিত্রের নাম গৌরব রাওয়াত কানপুরবাসী গৌরব তার মাথার চুল ঝরে পড়ার কারণে ভীষণভাবে চিন্তিত। নিজেকে নিয়ে এক ধরনের হীনম্মন্যতা তাকে তাড়া করে ফিরছে। বাড়ির বাইরে গেলে লোকজন তার মাথার টাক নিয়ে নানা ধরনের কথা বলে। কেউ তাকে বিশেষ ধরনের তেল ব্যবহার এবং ওষুধ সেবনের পরামর্শ দেয়। অনেকের পরার্শ গ্রহণ করলেও টেকো গৌরব রাওয়াতের মাথায় চুল গজায় না। অগত্যা মাথায় পরচুলা লাগিয়ে টাক আড়াল করতে হয় তাকে। এমনি মজার গল্প নিয়ে আবর্তিত হয়েছে ‘বালা’ সিনেমার চিত্রনাট্য।এ ছবিটির আগের সপ্তাহে অর্থাৎ এ সপ্তাহে মুক্তি পাচ্ছে ‘উজডা চমন’ ছবিটি। এ ছবির গল্প টাক মাথা একজন মানুষকে ঘিরে আবর্তিত হয়েছে। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত কান্নাড়া ভাষার সিনেমা ‘অনডু মত্তেয়া কাঠে’র অফিসিয়াল হিন্দী রিমেক ‘উজডা চমন’ ছবিটি পরিচালনা করেছেন অভিষেক পাঠক। অল্প বয়সে টেকো হওয়া একজন মানুষের নানা বিপত্তি, বিব্রতকর অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়েছে এ ছবিতে। টেকো মাথার যুবক চমন কোহলির চরিত্রে অভিনয় করেছেন সানি সিং। তাকে এর আগে বলিউডি সিনেমা ‘বাচ্চা হ্যায় জি’, ‘আকাশ বাণী’, ‘পেয়ার কা পঞ্চনামা টু’ এবং ‘সোনুকে টিট্ট কী সুইটি’তে দেখা গেছে। এ ছাড়াও ‘ঝুটা কাহিকা’ এবং ‘দে দে পেয়ার দে’ ছবিতেও অভিনয় করেছে এই তরুণ অভিনেতা। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কারিশমা শর্মা, সৌরভ শুল্কা শারিব হাশমি, ঐশ্বরিয়া সাবুজা প্রমুখ। প্রায় একই ধরনের বিষয়বস্তু নিয়ে নির্মিত ‘বালা’ এবং ‘উজডা চমন’, ছবি দুটির নির্মাতা গোষ্ঠীর মধ্যে বর্তমানে বিবাদ চলছে। দু’পক্ষই তাদের নিজেদের ছবির নানা দিক তুলে ধরার মাধ্যমে দর্শকদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন। পর পর দুই সপ্তাহে দুই টেকোর গল্প দেখতে সিনেমা হলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন দর্শক। নিজের চুলশূন্য টাক মাথা নিয়ে এতদিন নানাজন চরম হীনম্মন্যতায় ভুগছিলেন। বলিউডের দুটি সিনেমা ‘বালা’ এবং ‘উজডা চমন’ টেকো মানুষের গল্প নিয়ে আবর্তিত হওয়ায় টেকো মাথার অনেকেই পুলক অনুভব করছেন। বলিউডে যখন দুই টেকোর গল্প নিয়ে নির্মিত মুক্তি প্রতীক্ষিত দুই সিনেমা নিয়ে তোলপার চলছে ঠিক সেই সময় কলকাতার নতুন বাংলা ছবি টেকোকে নিয়েই শুরু হয়েছে আরেক চাঞ্চল্য। টালিউডে নির্মিত হয়েছে ভিন্ন স্বাদের কমেডি ছবিটি। কলকাতার তরুণ চিত্রনির্মাতা অভিমন্য মুখোপাধ্যায় পরিচালিত নতুন সিনেমা ‘টেকো’র নায়ক চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। তার বিপরীতে আছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, আগামী ২২ নবেম্বর ‘টেকো’ ছবিটি মুক্তি পাবে। ছবির নায়ক অলকেশ চাকরি করে সরকারী একটি অফিসে। তার সঙ্গে বিয়ে ঠিক হয় সুন্দরী তরুণী মিনার। দু’জনেই মাথার চুলের ব্যাপারে অনেক বেশি সচেতন এবং যতœবান। কিভাবে মাথার চুলকে দীর্ঘস্থায়ী এবং সুন্দর রাখা যায়- তার প্রচেষ্টা চালায় বিয়ে ঠিক হওয়া এই নর-নারী যুগল। অলকেশ হঠাৎ একটি বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে মাথার চুলের যত্নে নতুন একটি তেল ব্যবহার শুরু করেন। দুঃখের বিষয়, বিশেষ ওই তেল ব্যবহারের পর অলকেশের মাথার চুল দ্রুত ঝরতে শুরু করে। সবাইকে অবাক করে দিয়ে মাথাভর্তি চুলের অলকেশ একসময় টেকো মানুষে পরিণত হয় চারপাশে বিদ্র‍ুপ-সমালোচনা-ঠাট্টা-কৌতুকের শিকার হতে হতে সে ক্রমেই বিপর্যস্ত হয়ে পড়ে। তার মানসিক ভারসাম্য হারানোর যোগাড় হয় যখন অলকেশের বাগদত্তা সুন্দরী তরুণী মিনা তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় মিনা একজন টেকো মানুষকে বিয়ে করে তার সঙ্গে ঘর সংসার করতে পারবে না সাফ বলে দেয়। কিন্তু অলকেশ তেমন পরিস্থিতি মোকাবেলায় নিজে নতুন লড়াইয়ে নামে। মানসিক দৃঢ়তা নিয়ে সামাজিক যুদ্ধ শুরু করে। যে কোম্পানির তেল ব্যবহার করে সে তার মাথার চুল হারিয়েছে তাদের বিরুদ্ধে আদালতে মামলা করে। টাক মাথার কারণে অনেক পুরুষ ও নারী বিয়ের বেলায় নানা সমস্যা মোকাবেলা করে। কতজনের বিয়ে ভেঙে যায় কত পুরুষ এবং নারীর মাথায় যথেষ্ট পরিমাণে চুল না থাকার কারণে এসব বিষয়কে বেশ ভালভাবে দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা রয়েছে মুক্তি প্রতীক্ষিত টালিউডের বাংলা ছবি ‘টেকো’তে। হয়ত কেউ কেউ ছবিটিকে বলিউডের ‘উজডা চমন’ কিংবা ‘বালা’র বাংলা রিমেক বলে ধরে নিয়েছেন অথচ বলিউডে এই দুই সিনেমা নির্মাণের দুই বছর আগে কলকাতার তরুণ নির্মাতা অভিমন্য মুখোপাধ্যায় তার মৌলিক চিন্তাভাবনা থেকে ‘টেকো’ ছবির গল্প সাজিয়েছিলেন। ছবিটির সব কাজ শেষ হয়ে গেলেও নানা কারণে দীর্ঘদিন বাক্সবন্দী হয়ে পড়েছিল। দুই বছর আগে কাজ শেষ হওয়া ‘টেকো’ ছবিটি বলিউডের ‘বালা’ এবং উজডা চমন’ ছবির কাছাকাছি সময়ে মুক্তি পাচ্ছে।
×