ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাকিবের সতীর্থরা কে কী বলছেন?

প্রকাশিত: ০১:২২, ৩০ অক্টোবর ২০১৯

সাকিবের সতীর্থরা কে কী বলছেন?

অনলাইন ডেস্ক ॥ জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও কর্তৃপক্ষকে না জানানোয় দুই বছর সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। কঠিন এই সময়ে সতীর্থদের পাশেই পাচ্ছেন বাংলাদেশের অলরাউন্ডার। আইসিসি মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার কথা জানায়। দোষ স্বীকার করায় এক বছরের শাস্তি স্থগিত থাকবে। নিষেধাজ্ঞার পর সতীর্থদের কাছ থেকে সমর্থন ও ভালোবাসা পেয়েছেন সাকিব। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন তার সতীর্থরা। ম্যাচের সময় সাকিবের মাথায় হাত রাখা একটি ছবি পোস্ট করে ফেসবুকে মাশরাফি বিন মুর্তজা লিখেছেন, ‘দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ নামটি তো সাকিব আল হাসান...!!!।’ ২০১২ এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের কাছে ২ রানের হারের পর সাকিবের বুকে মাথা রেখে কেঁদেছিলেন মুশফিকুর রহিম। সেই ছবি পোস্ট করে মুশফিক লিখেছেন, ‘বয়সভিত্তিক… আন্তর্জাতিক… ১৮ বছরেরও বেশি সময় ধরে একসঙ্গে ক্রিকেট খেলছি… তোমাকে ছাড়া মাঠে নামার কথা ভাবলেও কষ্ট হয়। আশা করি, দ্রত চ্যাম্পিয়নের মতোই তুমি ফিরে আসবে। আমার সমর্থন সব সময়ই তোমার পাশে থাকবে। গোটা বাংলাদেশের সমর্থনও। শক্ত থাকো, ইনশাআল্লাহ।’ তামিম ইকবাল লিখেছেন, ‘১২ মাস তোমাকে আমাদের দলে পাব না, এটা কল্পনা করতেই কষ্ট হয়। তবে সাকিব আল হাসান, আমি আশা করি, তুমি ভালোভাবে ফিরে আসবে এবং সেই দিনটা সামনের বছরই আসুক। আমরা একসঙ্গে অনুশীলন করব এবং খেলব।’ সাকিবের অবর্তমানে ভারত সফরে টেস্ট অধিনায়কের দায়িত্ব পাওয়া মুমিনুল হক ফেসবুকে লিখেছেন, ‘খবরটা শুনে হৃদয় ভেঙে গিয়েছে। তুমি একজনই... ভালোবাসি ভাই।’ সাকিবকে বুকে জড়িয়ে ধরা একটি ছবি পোস্ট করে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘তুমি এখনো আমাদের মধ্যে সেরা এবং সেরাই থাকবে। আমাদের সমর্থন তোমার সঙ্গে আছে। আল্লাহ তোমার সহায় হোন। ভালোভাবে ফিরে আসো চ্যাম্প!’ দুজন দলকে জিতিতে মাঠ ছাড়ছেন সাকিবের সঙ্গে এমন একটি ছবি পোস্ট করে মোসাদ্দেক হোসেন লিখেছেন, ‘আমরা আপনাকে মিস করব ভাই। আশা করি, আপনি আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন। আমার দোয়া আপনার জন্য।’ সাব্বির রহমান লিখেছেন, ‘ভাই, আপনাকে ছাড়া বাংলাদেশ ক্রিকেট ভাবতেও কষ্ট হয়। আশা করি, আগের চেয়ে আরও ভালোভাবে ফিরে আসবেন। আমরা দোয়া সব সময় আপনার সঙ্গে আছে।’ সাকিবের সঙ্গে জুটির সময়কার একটি ছবি দিয়ে লিটন দাস লিখেছেন, ‘আপনিই সেরা। আরও ভালোভাবে ফিরে আসবেন আপনি।’ একটি রেস্টুরেন্টে দুজনের হাস্যোজ্জল একটি ছবি পোস্ট করে তাসকিন আহমেদ লিখেছেন, ‘চিন্তা করবেন না ভাই। আগের চেয়েও ভালোভাবে ফিরবেন আপনি।’ সৌম্য সরকারও সাকিবের সঙ্গে জুটির ছবি পোস্ট করে লিখেছেন, ‘২২ গজের উইকেটে, ড্রেসিং রুমে, টিম বাসে, টিম হোটেলে আপনার শূন্যতা আমাদের জন্য কোনো ভাবেই কাম্য নয়। আমি জানি না এই পরিস্থিতিতে কি বলতে হয় বা লিখতে হয়। শুধু এইটুকু বিশ্বাস করি আপনি ফিরে আসবেন, আগের থেকে আরো পরিণত হয়ে। কারণ আপনি সাকিব আল হাসান।’ সাকিবের সঙ্গে একটি ছবি পোস্ট করে মুস্তাফিজুর রহমান লিখেছেন, ‘বুঝতে পারছি না কী বলব! এখনো আমি এটি বিশ্বাস করতে পারছি না। তবে আমি একটি ব্যাপার জানি এবং বিশ্বাস করি, আপনি অবশ্যই ভালোভাবে ফিরে আসবেন। আমরা সাকিব ভাইয়ের সেই দিনের অপেক্ষায় থাকব।’ সাকিবের সঙ্গে টেস্ট ম্যাচের হাস্যোজ্জল একটি ছবি পোস্ট করে মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘যাই হোক না কেন, আমরা সব সময় আপনার সঙ্গে আছি সাকিব ভাই। আপনি আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরে আসবেন ইনশাআল্লাহ। আমরা আপনাকে খুব মিস করব।’ চোট নিয়ে ভারত সফরের দল থেকে ছিটকে পড়া মোহাম্মদ সাইফউদ্দিন লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য এমন বিধ্বংসী খবর! সাকিব আল হাসান ভাই আমরা আমাদের সমস্ত ভালোবাসা পাঠাচ্ছি আপনার জন্য। আমরা আপনার সঙ্গে আছি! আপনি আগের চেয়েও ভালোভাবে ফিরে আসবেন, যেটা আপনি সব সময় করেন।’
×