ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অর্থবছরের প্রথম দুই মাস

রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ৩.৩৫ শতাংশ

প্রকাশিত: ০৯:২৭, ৩০ অক্টোবর ২০১৯

 রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ৩.৩৫ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ হিসাবে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে প্রতিষ্ঠানটির রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ৩.৩৫ শতাংশ। গতবছরের একই সময়ে প্রবৃদ্ধি ছিল ২.৮২ শতাংশ। গত অর্থবছরে আগস্ট পর্যন্ত শুল্ক (-২ দশমিক ৩৩ শতাংশ) ও ভ্যাট বা মূসক আদায়ে (-১ দশমিক ৪৬ শতাংশ) নেতিবাচক প্রবৃদ্ধি ছিল। চলতি অর্থবছরের আগস্ট পর্যন্ত শুল্কে একই ধারা থাকলেও ভ্যাটে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। এনবিআর সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিনের বকেয়া আদায়ে জোর দেয়া হয়েছে। এছাড়া মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা দূর করতেও কাজ করছে এনবিআর। এছাড়া ভ্যাট আদায়ে প্রযুক্তি ব্যবহারে প্রস্তুতি চলছে। এসব উদ্যোগ কার্যকর হলে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণে ইতিবাচক প্রভাব পড়বে। চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা তিন লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকা। গত আগস্ট পর্যন্ত লক্ষ্যমাত্রা ছিল ৩৮ হাজার ৯৩৮ কোটি ৩৭ লাখ টাকা। আদায় হয়েছে ২৯ হাজার ৬২০ কোটি ৩৯ লাখ টাকা। বিগত অর্থবছরের আগস্ট পর্যন্ত আয়করে প্রবৃদ্ধি ছিল ১৭.৬৮ শতাংশ। চলতি অর্থবছরের আগস্ট পর্যন্ত আয়করে প্রবৃদ্ধি হয় ১২.৫৬ শতাংশ। এনবিআর চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে গুরুত্ব দেয়া হয়েছে। এরইমধ্যে প্রায় ছয় লাখ নতুন করদাতা পাওয়া গিয়েছে। এসব করদাতার ইটিআইএন দেয়া হয়েছে। এদের সবাইকে রিটার্ন জমা দিতে হবে।’ এনবিআর সূত্র জানায়, বারবার তাগাদা দেয়া সত্ত্বেও মোবাইল কোম্পানিগুলো রাজস্ব পরিশোধ করছে না। তাদের কাছ থেকে বকেয়া আদায়ে এনবিআর কঠোর অবস্থান নিয়েছে।
×