ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাঁচানো গেল না কুয়ায় পড়া সেই শিশুটিকে

প্রকাশিত: ০৯:০৯, ৩০ অক্টোবর ২০১৯

 বাঁচানো গেল না কুয়ায় পড়া সেই শিশুটিকে

শেষ পর্যন্ত বেঁচে ফিরতে পারল না বাবার সঙ্গে খেলতে খেলতে কুয়ায় পড়ে যাওয়া শিশু সুরজিৎ উইলসন। ভারতের তামিলনাড়ু রাজ্যে একটি গভীর কুয়ায় চারদিন আটকে থাকার পর মঙ্গলবার স্থানীয় কর্মকর্তারা জানান, শিশুটি মারা গেছে। পরে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। এনডিটিভি। কুয়াটি গভীর হওয়ায় শিশুটিকে উদ্ধারের কোন সমাধান পাচ্ছিলেন না উদ্ধারকর্মীরা। সময় যত গড়াতে থাকে, কমতে থাকে শিশুটির বেঁচে থাকার আশা। একপর্যায়ে কুয়ার ভেতর থেকে ভেসে আসে পচা গন্ধ। আর তখনই বুঝতে বাকি থাকে না, শিশুটি বেঁচে নেই। এরপরই হাল ছেড়ে দেন উদ্ধারকর্মীরা। তখন কেবল লাশ উদ্ধারের অপেক্ষা। পরিবহন বিভাগের প্রধান সচিব ও ত্রাণ কমিশনার জে রাধাকৃষ্ণান সাংবাদিকদের বলেন, ‘দুই বছরের শিশুর মরদেহ পচাগলা অবস্থায় পাওয়া যায়। আমরা তাকে উদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যক্রমে যে কুয়াতে শিশুটি পড়ে তা থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে। পরে খনন প্রক্রিয়া বন্ধ করা হয়।’ শুক্রবার বিকেলে তামিলনাড়ু রাজ্যের তিরুচিরাপ্পলি জেলার মানাপ্পারাই শহরের অদূরে নাদুক্কাট্টুপাট্টি গ্রামে বাড়ির পাশেই নিজেদের ফার্মে বাবার সঙ্গে খেলছিল দুই বছরের শিশু সুরজিৎ উইলসন। পাশেই যে একটি ২৫ ফুট গভীর পরিত্যক্ত কুয়া রয়েছে, তা খেয়াল করেনি কেউ। এরমধ্যেই খেলতে খেলতে আচমকা কুয়ার মধ্যে পড়ে যায় শিশুটি। হন্যে হয়ে ছেলেকে রক্ষায় এগিয়ে গেলেও সুরজিৎ বুঝতে পারেন, গভীর কূপ থেকে টেনে তোলা সহজ কাজ নয়। সঙ্গে সঙ্গে তিনি যোগাযোগ করেন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীদের সঙ্গে। ঘটনাস্থলে গেলেও কঠিন হয়ে পড়ে উদ্ধারকাজ।
×