ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুদ্রাপাচার রোধ ॥ কাস্টমসের সফটওয়্যারের নিয়ন্ত্রণ চায় বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত: ০৮:০৬, ২৯ অক্টোবর ২০১৯

মুদ্রাপাচার রোধ ॥ কাস্টমসের সফটওয়্যারের নিয়ন্ত্রণ চায় বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ মুদ্রাপাচারকারীদের ধরতে কাস্টমসের প্রধান সফটওয়্যার অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ চায় বাংলাদেশ ব্যাংকের ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআরের চেয়ারম্যান বরাবর পাঠানো এক চিঠিতে কাস্টমসের এ সফটওয়্যারে প্রবেশের অনুমোদন চাওয়া হয়। এনবিআর সূত্রে এ তথ্য জানা যায়। বাংলাদেশ ব্যাংকের ওই চিঠিতে বলা হয়, বিআইএফইউ বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার সময় মুদ্রাপাচার খতিয়ে দেখতে প্রায়ই বিল অব এন্ট্রি এবং বিল অব এক্সপোর্ট সংক্রান্ত তথ্য যাচাইয়ের প্রয়োজন হয়। তা ছাড়া কোনো পণ্য আমদানি বা রপ্তানিতে ওভার ইনভয়েসিং বা আন্ডার ইনভয়েসিং হয়েছে কি না, তাও দেখতে হয়। এ জন্য কাস্টমসের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে ঢুকে পণ্যের পরিচিতি ও দামের বিষয়টি পর্যবেক্ষণ করার প্রয়োজন হয়। তাই তাদের এ সফটওয়্যারে বাধাহীন প্রবেশের জন্য এর পাসওয়ার্ড ও ইউজার আইডি জানা প্রয়োজন। এ বিষয়ে এনবিআরের শুল্ক বিভাগের সাবেক সদস্য ও অ্যাসাইকুডা ওয়ার্ল্ড প্রকল্পের সাবেক পরিচালক নাসির উদ্দিন বলেন, ‘মুদ্রাপাচার রোধে বাংলাদেশ ব্যাংক যদি সফটওয়্যারে প্রবেশের অনুমতি চায়, সেটা সীমিত পরিসরে দেওয়া যেতে পারে। বাংলাদেশ ব্যাংক তো সরকারি সংস্থাই। তবে পুরো সফটওয়্যারে তাদের সার্বক্ষণিক কাজ নেই। বিশেষ বিশেষ কাজের জন্য অনুমতি দিলে আমার মনে হয় ক্ষতি নেই।’
×