ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাউফলে ধুলিয়া লঞ্চঘাটসহ ১২ দোকান বিলীন

প্রকাশিত: ১২:০০, ২৯ অক্টোবর ২০১৯

 বাউফলে ধুলিয়া লঞ্চঘাটসহ ১২  দোকান বিলীন

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী, ২৮ অক্টোবর ॥ বাউফলের ফের তেঁতুলিয়া নদীর ভাঙ্গনে ধুলিয়া লঞ্চঘাটসহ ১২ দোকান বিলীন হয়ে গেছে। রবিবার রাতে এ ঘটনা ঘটেছে। বিলীন হয়ে যাওয়া দোকান হলো- সোহরাব হোসেনের খাবার হোটেল, কৃষ্ণ দাস, বিকাশ রায়, সুমন গাজী, রতন রায়, নয়ন গাজী, আবদুর রব ও স্বপন মিস্ত্রির মুদি দোকান, অলিউল্লাহ শরীফের সারের দোকান, মামুন পালোয়ান ও বরুন রাঢ়ীর ওষুধের দোকান, সোহেল মৃধার চায়ের দোকান। এর আগে ১৭ সেপ্টেম্বর রাতে ধুলিয়া লঞ্চঘাটসহ বিশাল এলাকা নদীতে বিলীন হয়ে যায়। পন্টুনটি নদীর মধ্যে ভাসতে থাকে। পরে পন্টুনটি পুনরায় স্থাপন করা হয়।
×