ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাদ্রাসার ১৪ গাছ কেটে নিল অধ্যক্ষ

প্রকাশিত: ১১:৫৭, ২৯ অক্টোবর ২০১৯

 মাদ্রাসার ১৪ গাছ  কেটে নিল  অধ্যক্ষ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুর উপজেলার সোনাখুলী মুন্সীপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আ.ব.ম মনছুর আলী বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানের ১৪টি মূল্যবান গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। মাদ্রাসা পরিচালনা কমিটির কোন সিদ্ধান্ত ছাড়াই এককভাবে ওই অধ্যক্ষ গাছ কেটে বিক্রি করে। সোমবার ওই শিক্ষা প্রতিষ্ঠানের দাতা সদস্য আমিনুল ইসলাম চৌধুরী ওই গাছ অধ্যক্ষ কর্তৃক চুরির অভিযোগ তুলে সৈয়দপুর থানায় লিখিত দিয়েছেন। সেই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় বনবিভাগকে লিখিত অভিযোগটি প্রদান করা হয়। অভিযোগ মতে গত শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠান সাপ্তাহিক ছুটি ছিল। ওইদিন সকাল হতে ২০ শ্রমিক লাগিয়ে ৯টি আম গাছ ও ৫টি মেহগনীসহ ১৪টি গাছ কেটে নিয়ে যায় অধ্যক্ষ। গাছ কাটার সময় দাতা সদস্যসহ অন্যান্য অভিভাবক বাধা দিতে গেলে অধ্যক্ষ তাদের প্রাণনাশের হুমকি দেয়।
×