ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইলিশ ধরা বন্ধ হচ্ছে না পদ্মায়

প্রকাশিত: ১১:৫৬, ২৯ অক্টোবর ২০১৯

 ইলিশ ধরা বন্ধ  হচ্ছে না  পদ্মায়

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পদ্মায় প্রশাসনের গাফলতির কারণে ভেস্তে যেতে বসেছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। মাসের শেষ পর্যায়ে এসে উপজেলা মৎস্য বিভাগ তদারকি বাড়ালেও বাঘা ও চারঘাটে বিজিবি ক্যাম্পের সামনে প্রকাশ্যে ইলিশ ধরছে জেলেরা। আর চোরাইভাবে এসব ইলিশ বিক্রি হচ্ছে। বাঘা উপজেলা মৎস্য বিভাগের দেয়া তথ্য মতে, আগামীকাল ৩০ অক্টোবর পর্যন্ত নদীতে ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করছে সরকার। তারপরও একশ্রেণীর অসাধু জেলে সরকারের প্রণোদনা গ্রহণ করেও গোপনে মাছ ধরছে। এ মাছ শিকার প্রতিরোধে দিনেরবেলা পদ্মা নদীর কিছু কিছু এলাকায় উপজেলা মৎস্য বিভাগ অভিযান পরিচালনা করলেও অধিকাংশ জলাভূমি থাকছে উন্মুক্ত। মৎস্য বিভাগের দাবি, বিস্তীর্ণ এলাকায় পদ্মা প্রবাহিত হওয়ার কারণে সব এলাকায় একদিনে অভিযান দেয়া সম্ভব হচ্ছে না। তারা একেক দিন একেক এলাকায় অভিযান পরিচালনা করছেন। ফলে রাত ও দিনের বেলায় অধিকাংশ সময় মাছ শিকার করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন জেলেরা। জেলার বাঘা উপজেলার আলাইপুরে পদ্মা নদীতে গিয়ে দেখা যায়, সেখানে বিজিবি ক্যাম্প থেকে মাত্র ২ শ’ গজ দূরে পদ্মায় ইলিশ ধরছে কয়েক জেলে। এ সময় তাদের ছবি তুলতে গেলে তারা দ্রুত নৌকা নিয়ে পালিয়ে যায়।
×