ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হকিতে চার সিদ্ধান্ত

প্রকাশিত: ১১:৪৬, ২৯ অক্টোবর ২০১৯

 হকিতে চার সিদ্ধান্ত

স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার বাংলাদেশ হকি ফেডারেশনের সভায় সাব কমিটি গঠন, ভবিষ্যত কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় মোট চারটি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়, এগুলো হলো, ফেডারেশনের জাতীয় দল, ঘরোয়া লীগ ও অভ্যন্তরীণ বিভিন্ন কর্মকান্ডগুলোয় গতি আনতে ৯টি সাব কমিটির অনুমোদন (ডেভেলপমেন্ট কমিটি, স্কুল হকি কমিটি, টুর্নামেন্ট কমিটি, প্রিমিয়ার লীগ কমিটি, নির্বাচক কমিটি, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী বছর অনুষ্ঠেয় বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ ২০২০ (জুনিয়র বিশ্বকাপ বাছাই) সামনে রেখে অনুর্ধ-২১ জাতীয় দলের ট্রেনিং ক্যাম্প অব্যাহত রাখা।
×