ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে রান উৎসব লঙ্কান যুবাদের

প্রকাশিত: ১১:৩৪, ২৯ অক্টোবর ২০১৯

 বরিশালে রান উৎসব  লঙ্কান যুবাদের

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথমবারের মতো বরিশালে কোন আন্তর্জাতিক মানের ম্যাচ হচ্ছে এবার। কিন্তু বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দলের বিপক্ষে সফরকারী শ্রীলঙ্কা অনুর্ধ-১৯ দলের চারদিনের ম্যাচটি প্রথম দু’দিন বৃষ্টির কারণে শুরুই হয়নি। তৃতীয় দিন বল মাঠে গড়ালেও মাত্র ৩৬ ওভার খেলা হয়েছে। টস জিতে লঙ্কান যুবারা ব্যাটিংয়ে নেমে রানের উৎসবেই মেতেছে। ৩ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে তারা এখন পর্যন্ত তুলেছে ১৫৫ রান। দলীয় ৮ রানে প্রথম উইকেট হারালেও ওপেনার আহান বিক্রমাসিংহে মাত্র ৫১ বলে ৯ চারে ৪৫ ও সোনাল দিনুশা ৬৯ বলে ৫ চার, ১ ছক্কায় অপরাজিত ৪৬ রান করেন। বাংলাদেশ যুবাদের দ্বিতীয় সারির এ দলটির পক্ষে ৮ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন ডানহাতি পেসার আসাদুল্লাহ গালিব। এছাড়া ১ উইকেট নিয়েছেন নোমান চৌধুরী। আজ ম্যাচের চতুর্থ ও শেষদিন। তাই নিশ্চিত ড্র হতে চলেছে যুবা টেস্টটি।
×