ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জাতীয় ক্রিকেট লীগে পিনাকের সেঞ্চুরি, ইরফানের ৬ উইকেট

প্রকাশিত: ১১:৩৩, ২৯ অক্টোবর ২০১৯

 জাতীয় ক্রিকেট লীগে পিনাকের সেঞ্চুরি, ইরফানের ৬ উইকেট

স্পোর্টস রিপোর্টার ॥ ২১তম ওয়ালটন জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) তৃতীয় রাউন্ডে রাজশাহী বিভাগের বিপক্ষে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেছে রংপুর বিভাগ। তৃতীয় দিন শেষে রাজশাহী দ্বিতীয় ইনিংসে ১২৯ রান তুলতেই হারিয়েছে ৬ উইকেট। মাত্র ৫৬ রানে এগিয়ে আছে তারা ৪ উইকেট হাতে রেখে। প্রথম স্তরের অপর ম্যাচে খুলনা বিভাগ চেপে ধরেছে ঢাকা বিভাগকে। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনশেষে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৪৫ রান তুলে এগিয়ে গেছে ২০০ রানে। আর গত দুদিন দ্বিতীয় স্তরের কোন ম্যাচ না হলেও তৃতীয় দিন রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বল মাঠে গড়িয়েছে। সেখানে তরুণ পেসার ইরফান হোসেনের মারাত্মক বোলিংয়ে সিলেট বিভাগ প্রথম ইনিংসে গুটিয়ে গেছে মাত্র ১৬৩ রানে। ২৩ বছর বয়সী ইরফান ৬ উইকেট নেন। এরপর পিনাক ঘোষের ১০০ রানের সুবাদে দিনশেষে চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংসে তুলেছে ৬ উইকেটে ১৯১ রান। তবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে এদিনও বরিশাল-ঢাকা মেট্রোর ম্যাচ মাঠে গড়ায়নি। প্রথম স্তর ॥ ঢাকা-খুলনা (কক্সবাজার মূল ভেন্যু) ॥ আগের দিন ২ উইকেটে ২০৬ রান নিয়ে শেষ করেছিল ঢাকা। কিন্তু তৃতীয় দিন বেশিদূর যেতে পারেনি তারা। সাইফ হাসান ও রকিবুল হাসান দুজনেই অর্ধশতক হাঁকানোর পরই ধস নামে। মেহেদি হাসান ও আব্দুর রাজ্জাকের স্পিন দাপটে আর মাত্র ১১০ রান যোগ করতেই গুটিয়ে যায় ঢাকার প্রথম ইনিংস ৩১৬ রানে। সাইফ ১৪৮ বলে ৮ চার, ৩ ছক্কায় ৭২ ও রকিবুল ৯০ বলে ৫ চার, ১ ছক্কায় ৫৬ রানে সাজঘরে ফেরেন। ৫৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে তৃতীয় দিনশেষে ২ উইকেটে ১৪৫ রান তুলেছে খুলনা। ফলে ২০০ রানে এগিয়ে গেছে তারা। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান এনামুল হক বিজয় ১২২ বলে ৬ চার, ১ ছক্কায় ৬১ রানে অপরাজিত আছেন। আর ইমরানউজ্জামান ৭৮ বলে ৮ চার, ১ ছক্কায় ৬৬ রানে বিদায় নিয়েছেন। স্কোর ॥ খুলনা প্রথম ইনিংস- ৩৭১/১০; ১১১.১ ওভার (বিজয় ১২৬, তুষার ৫৫, মিঠুন ৪৫; তাইবুর ৩/৪১, সুমন ৩/৫১) ও দ্বিতীয় ইনিংস- ১৪৫/২; ৪৪ ওভার (ইমরানউজ্জামান ৬৬, বিজয় ৬১*; সাকিল ১/১৭) ঢাকা প্রথম ইনিংস- ৩১৬/১০; ১১০ ওভার (রনি ৭৩, সাইফ ৭২, রকিবুল ৫৬, জয়রাজ ৫১; মেহেদি ৪/৯২, রাজ্জাক ৩/৭২) । *তৃতীয় দিন শেষে রাজশাহী-রংপুর ম্যাচ (কক্সবাজার একাডেমি) ॥ রাজশাহীকে প্রথম ইনিংসে ২০১ রানে গুটিয়ে দিয়ে দ্বিতীয় দিনশেষে ৬ উইকেটে ২৬৩ রান তুলে বেশ ভাল অবস্থানে ছিল রংপুর বিভাগ। কিন্তু তৃতীয় দিন খুব বড় হয়নি, মাত্র ১১ রান যোগ করতেই বাকি ৪ উইকেট হারিয়েছে তারা। ২৭৪ রানেই শেষ হয় রংপুরের প্রথম ইনিংস। নাসির হোসেন ১১৬ বলে ৫ চার, ২ ছক্কায় ৬২ রানে সাজঘরে ফেরেন। রাজশাহীর পক্ষে ৩ উইকেট ঝুলিতে পোরেন সানজামুল ইসলাম। দিনশেষে দ্বিতীয় ইনিংসে রাজশাহী ১২৯ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে। তাদের লিড ৫৬ রান হলেও রংপুর জয়ের আশা করছে। স্কোর ॥ রাজশাহী প্রথম ইনিংস- ২০১/১০; ৭১.৪ ওভার (ফরহাদ হোসেন ৬০, শান্ত ৩৪; রিশাদ ৫/৫০) ও দ্বিতীয় ইনিংস- ১২৯/৬; ৭৬ ওভার (জুনায়েদ ৩৪, শাখির ২৯, মুক্তার ১৯*; মাহমুদুল ২/২১, তানবীর ২/২৩, সোহরাওয়ার্দী ২/২৩)। রংপুর প্রথম ইনিংস- ২৭৪/১০; ১১৮.৫ ওভার (মারুফ ৭৮, নাসির ৬২, নাঈম ৫৪, আরিফুল ৪৭; সানজামুল ৩/৮৬, ইফতেখার ২/৫৯)। *তৃতীয় দিন শেষে দ্বিতীয় স্তর ॥ চট্টগ্রাম-সিলেট ম্যাচ (রাজশাহী) ॥ টানা দুদিন বৈরী আবহাওয়ায় খেলা মাঠে গড়ায়নি রাজশাহীতে। তৃতীয় দিন খেলা মাঠে গড়ানোর পর ইরফানের পেস তোপে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে বিপর্যস্ত সিলেট বিভাগ প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৬৩ রানে। অধিনায়ক অলক কাপালি ৪৫ বলে ৫ চারে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন। ইরফান প্রথম শ্রেণীর ক্যারিয়ারে প্রথম ৫ উইকেট শিকার করেন। তিনি ৫৭ রানে ৬ উইকেট নেন। দিনশেষে চট্টগ্রামও তেমন ভাল অবস্থানে না থাকলেও লিড নিয়েছে ২৮ রানের। ৬ উইকেটে তাদের সংগ্রহ ১৯১ রান। পিনাক মাত্র ৮৩ বলে ১৬ চার, ২ ছক্কায় ১০০ রানের বিস্ফোরক ইনিংস খেলে বিদায় নিয়েছেন। স্কোর ॥ সিলেট প্রথম ইনিংস- ১৬৩/১০; ৪৪.২ ওভার (কাপালি ৪২, ইমতিয়াজ ২৪; ইরফান ৬/৫৭, হাসান ৩/৪৯)। চট্টগ্রাম প্রথম ইনিংস- ১৯১/৬; ৩৩ ওভার (পিনাক ১০০, সাদিকুর ৩৭; এনামুল জুনিয়র ২/৩৫, রাহী ২/৬৪)। *তৃতীয় দিন শেষে।
×