ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

২০২০ সালের সরকারী ছুটি অনুমোদন

প্রকাশিত: ১০:৩৬, ২৯ অক্টোবর ২০১৯

২০২০ সালের সরকারী ছুটি  অনুমোদন

বিশেষ প্রতিনিধি ॥ আগামী বছর ২০২০ সালের ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। চলতি বছরের মতো আগামী বছরও সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে আটদিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘২০২০ খ্রিস্টাব্দের ছুটির তালিকা’ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ছুটির তালিকা অনুমোদনের কথা জানান। চলতি বছর ২২ দিন ছুটির মধ্যে তিনদিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। আগামী বছর সরকারী কর্মকর্তা-কর্মচারীদের ছুটির বড় একটি অংশই চলে যাবে সাপ্তাহিক ছুটির মধ্যে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসে ১৪ দিন সাধারণ ছুটি থাকবে। সাধারণ ছুটির মধ্যে তিনদিন সাপ্তাহিক ছুটির দিন (শুক্র ও শনিবার) পড়েছে। এছাড়া বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসে আটদিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। তিনি বলেন, মুসলিমদের জন্য ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে পাঁচদিন, হিন্দু ধর্মের জন্য ঐচ্ছিক ছুটি রাখা রয়েছে আটদিন, খ্রীস্টানদের জন্য ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে আটদিন, বৌদ্ধদের জন্য ঐচ্ছিক ছুটি পাঁচদিন। শফিউল আলম বলেন, পার্বত্য এলাকার জন্য বিশেষ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ছুটি দুদিন বিশেষ করে বৈশাখে বৈসাবি ও অন্য অনুষ্ঠানগুলো হয় সেজন্য। সাধারণ ছুটির ১৪ দিনের মধ্যে সাতদিন সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার পড়েছে। নির্বাহী আদেশে আটদিন ছুটির মধ্যে একদিন সাপ্তাহিক ছুটির মধ্যে পড়েছে।
×