ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হংকংয়ে বিক্ষোভে অর্থনীতিতে মন্দাভাব দেখা দিয়েছে

প্রকাশিত: ০৯:৪৪, ২৯ অক্টোবর ২০১৯

 হংকংয়ে বিক্ষোভে অর্থনীতিতে মন্দাভাব দেখা দিয়েছে

হংকংয়ে গত পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভের কারণে দেশটির অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে বলে জানিয়েছে শহরটির অর্থ সচিব। তিনি বলেন, বিক্ষোভ থামার কোনও লক্ষণ না থাকায় অর্থনৈতিক মন্দায় চলতি বছর বার্ষিক প্রবৃদ্ধি অর্জনের সম্ভাবনা নেই। রয়টার্স। পল চ্যান রবিবার একটি ব্লগ পোস্টে লিখেন, ‘আমাদের অর্থনীতিতে ব্যাপক আঘাত আসল জানিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার তৃতীয়-চতুর্থাংশ জিডিপির প্রাথমিক অনুমান দুটির ধারাবাহিক সঙ্কোচন দেখিয়ে দেবে মন্দার প্রযুক্তিগত সংজ্ঞা।’ তিনি আরও জানান, সরকারের প্রাক-প্রতিবাদের পূর্বাভাসে বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ০-১ শতাংশ অর্জন করা অত্যন্ত কঠিন হবে। সাবেক ব্রিটিশ উপনিবেশটিতে বিক্ষোভগুলো তাদের ২১তম সপ্তাহে পৌঁছেছে। রবিবার কালো পোশাক পরিহিত এবং মুখোশধারী বিক্ষোভকারীরা দোকানগুলোতে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের জলকামান এবং রাবার বুলেটের বিপরীতে তারা পেট্রোলবোমা নিক্ষেপ করে। বিক্ষোভকারীরা নিয়মিতভাবে ব্যাংকগুলোসহ বিশেষত মূল ভূখণ্ডের চীনা সংস্থাগুলোর মালিকানাধীন স্টোরের ফ্রন্ট এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আগুন জ্বালিয়ে যাচ্ছে এবং নগরীর মেট্রো সিস্টেম এমটিআর কর্পোরেশনে ভাংচুর করছে কারণ তারা সরকারকে বিক্ষোভ কমানোর ইঙ্গিত হিসেবে দেখছে।
×