ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুতের্তের অভিযান ব্যর্থ

প্রকাশিত: ০৯:৪৩, ২৯ অক্টোবর ২০১৯

 দুতের্তের অভিযান ব্যর্থ

ফিলিপিন্সের ভাইস প্রেসিডেন্ট লেনি লোব্রেডো বলেছেন, প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তের উচিত তার মাদকের বিরুদ্ধে যুদ্ধের বিষয়ে জাতিসংঘকে তদন্ত করতে দেয়া। লেনি মনে করেন, মাদকবিরোধী রক্তক্ষয়ী এ অভিযান ব্যর্থ হয়েছে। অভিযান চালাতে গিয়ে যেভাবে নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে তার ফলে আন্তর্জাতিক অঙ্গনে ফিলিপিন্সের ভাবমূর্তিও যথেষ্ট ক্ষুন্ন হয়েছে। তিনি বলেন, অভিযান অপেক্ষাকৃত দরিদ্র চোরাকারবারীদের টার্গেট করা হলেও ধনী চোরাকারবারীদের ছাড় দেয়া হয়েছে। -রয়টার্স
×