ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আর্জেন্টিনার নয়া প্রেসিডেন্ট ফার্নান্দেজ, কার্চনার ভাইস প্রেসিডেন্ট

প্রকাশিত: ০৯:৪৩, ২৯ অক্টোবর ২০১৯

 আর্জেন্টিনার নয়া প্রেসিডেন্ট ফার্নান্দেজ, কার্চনার ভাইস প্রেসিডেন্ট

অর্থনৈতিক সঙ্কট নিয়ে উদ্বেগের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে বিরোধীদলীয় মধ্য-বাম প্রার্থী আলবার্তো ফার্নান্দেজ আজেন্টিনার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। প্রয়োজনীয় ৪৫ শতাংশেরও বেশি ভোট পেয়ে নিজের জয় নিশ্চিত করেছেন ফার্নান্দেজ, এতে পরাজিত হয়েছেন ক্ষমতাসীন রক্ষণশীল মরিসিও মাক্রি। অপরদিকে ভাইস প্রেসিডেন্ট হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ক্রিস্টিনা কার্চনার। বিবিসি ও এএফপি। কার্চনার ইতিপূর্বে আট বছর দেশটি শাসন করেছেন। ২০১৫ সালে তিনি যখন ক্ষমতা ছাড়েন তারপর থেকেই দেশটি অর্থনৈতিক সঙ্কটের মুখোমুখি হয়। গভীর অর্থনৈতিক সঙ্কটে পড়া আর্জেন্টিনার জনসংখ্যার এক-তৃতীয়াংশ দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে। নির্বাচনী প্রচারে তাই অর্থনৈতিক উদ্বেগই প্রাধান্য পেয়েছে এবং ফলাফল নির্ধারণেও ভূমিকা রেখেছে। নির্বাচন পূর্ব জরিপেও ফার্নান্দেজের পেছনে ছিলেন মাক্রি এবং আগস্টে অনুষ্ঠিত প্রাথমিক নির্বাচনেও প্রতিদ্বন্দ্বীর কাছে পরাস্ত হয়েছিলেন। রবিবার রাতে ৯০ শতাংশ ভোট গণনার পর দেখা যায়, ফার্নান্দেজ ৪৭ দশমিক ৭৯ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন আর মাক্রি পেয়েছেন ৪০ দশমিক ৭১ শতাংশ ভোট। প্রথম পর্বের ভোটে জয় পেতে একজন প্রার্থীকে অন্তত ৪৫ শতাংশ ভোট অথবা ৪০ শতাংশ ভোট ও দ্বিতীয় স্থানে থাকা প্রতিদ্বন্দ্বী থেকে ১০ শতাংশ ভোটে এগিয়ে থাকতে হয়। ওই রাতেই পরাজয় মেনে নিয়ে ফার্নান্দেজকে অভিনন্দন জানান মাক্রি। নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনার জন্য ফার্নান্দেজকে সোমবার সকালে প্রেসিডেন্ট প্রাসাদে আমন্ত্রণ জানিয়েছেন বলে জানান তিনি।
×