ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাগদাদির পর কে ধরছেন জঙ্গী গ্রুপটির হাল

দিশাহীন গন্তব্যে আইএস

প্রকাশিত: ০৯:৪২, ২৯ অক্টোবর ২০১৯

দিশাহীন গন্তব্যে আইএস

আইএস নেতা আবু বকর আল-বাগদাদির মৃত্যুর পর দিশাহীন গন্তব্যে জঙ্গী গ্রুপটি। বাগদাদি ছিলেন আইএসের একজন পলাতক আমির যিনি একটি বিচ্ছিন্ন গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করেন। মধ্যপ্রাচ্যের মানচিত্র দখলের জন্য হুমকি দিয়ে দলটি বহু বেসামরিক মানুষকে হত্যা করে। ইরাক এবং সিরিয়ায় জিহাদ করার জন্য যেসব বিদেশী নাগরিকদের প্রলুব্ধ করে নিয়োগ দেয়া হয়েছিল তাদের বেশিরভাগই মারা গিয়েছে। যে সন্ত্রাসবাদী সংগঠনটি কঠোর পরিশ্রম করে একত্রিত হয়েছিল তাদের ভবিষ্যত গন্তব্য এখন কি হতে পারে সেটাই দেখার বিষয়। আইএস জঙ্গীগোষ্ঠীটি বর্তমান বিভিন্ন উপায়ে তাদের দলটিকে বিকশিত করছে। গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে আইএস তাদের নেতৃত্বের পদক্ষেপগুলোর স্থিতিশীলতা প্রমাণ করেছে। গোষ্ঠীটি নতুন পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে নিজেদের অবস্থানে অনেক দ্রুত অগ্রসর হচ্ছে। কিন্তু বর্তমান তাদের দখলকৃত অঞ্চলগুলো ধরে রাখতে তারা আর সক্ষম অবস্থানে নেই। কারণ আইএসের বেঁচে থাকা সৈন্য তাদের গেরিলা শিবিরে ফিরে গিয়ে বোমা হামলা ও হত্যাকান্ড চালিয়ে যাচ্ছে। ইরাক ও সিরিয়ায় দখলকৃত আঞ্চলিক খিলাফতের ক্ষতি হওয়া সত্ত্বেও এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশে ১৪টি পৃথক সহযোগী সংগঠনে অন্তর্ভুক্ত করার জন্য আইএস নিজেদের প্রসারিত করেছে। গত পাঁচ বছরের মধ্যে ২০১৮ সালের ২৯ এপ্রিল আল-ফুরকান মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে প্রথমবারের মতো আইএস নেতা আবু বকর আল-বাগদাদিকে দেখা গিয়েছিল। দীর্ঘ সময় ধরে গবেষণা করে আসা বিশ্লেষকরা বলেছেন, গত শনিবারের স্পেশাল অপারেশনস কমান্ডো অভিযানে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে তা হলো ইসলামিক স্টেট গ্রুপের ছায়াময় শ্রেণীবিন্যাস থেকে আল-বাগদাদির অপসারণ নয় বরং তার বিপরীতে কাকে সেখানে বসানো হবে সেটাই মূল বিষয়। ইরাকের পূর্বসূরিদের সংগঠন আল-কায়েদার মতো এই দলটিও নিয়মিতভাবে যেসব নেতা খুন হয় তাদের শূন্যস্থান পূরণ করতে নতুন কমান্ডারদের ডেকে পাঠায়। দলগুলোর শূন্যস্থান পূরণ নিয়মানুযায়ী ঘটে বলে মার্কিন স্পেশাল অপারেশনস কমান্ডোবাহিনী এই নেতাদের অপসারণকে রসিকতার সঙ্গে ‘ঘাস কাটা’ বলে উল্লেখ করে। আগস্টে ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টার থেকে সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল এবং কৌশল পরিচালক হিসেবে অবসর করা মাইকেল নাগাটা বলেছেন, আবু বকর আল-বাগদাদির মৃত্যুর বিষয়টি অনেক বড় প্রাপ্তি এবং যদিও এটি গুরুত্বপূর্ণ হতে পারে তবে আইএসের নেতৃত্বের জন্য এটি কোন বিপর্যয়মূলক আঘাত নয়। -নিউইয়র্ক টাইমস
×