ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইফোনে হোম বাটন চান ট্রাম্প

প্রকাশিত: ০৯:৩৯, ২৯ অক্টোবর ২০১৯

  আইফোনে হোম বাটন চান ট্রাম্প

আইফোনের হোম বাটন নিয়ে বিড়ম্বনায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন আইফোনগুলোতেও তাই হোম বাটন ফেরত আনার আশা করছেন তিনি। হোম বাটনসহ আইফোনগুলোই বেশি পছন্দ মার্কিন প্রেসিডেন্টের। এ কারণে এ্যাপল প্রধান টিম কুককে উদ্দেশ্য করে একটি টুইটও করেছেন ট্রাম্প। ধারণা করা হচ্ছে সম্প্রতি আইফোন আপগ্রেড করেছেন ট্রাম্প। আইফোন এক্সএস, আইফোন এক্সআর বা আইফোন ১১ কোনটিতেই নেই হোম বাটন। অনুমান করা যেতে পারে, এই মডেলগুলোর কোন একটিই হয়ত ব্যবহার করছেন তিনি। ২০১৭ সালে প্রথম এজ-টু-এজ নক্সার কারণে আইফোন এক্স থেকে বাদ দেয়া হোম বাটন। হোম বাটন সর্বশেষ দেখা গেছে আইফোন ৮-এ। টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘কুকের উদ্দেশে : সোয়াইপের চেয়ে আইফোনে বাটন অনেক বেশি ভাল ছিল।’ ২০১৭ সালের মার্চ মাসে জানা যায়, এ্যান্ড্রয়েড ছেড়ে আইফোন ব্যবহার করা শুরু করেছেন ট্রাম্প। তবে কোন আইফোন ব্যবহার করছেন তা বলা হয়নি। সে সময় আইফোন এক্স বাজারে না আসায় বাটনসহ কোন আইফোনই তিনি ব্যবহার করছিলেন বলে ধারণা করা হয়। সামনের বছর আইফোন ৮-এর মতো দেখতে আইফোন এসই২ উন্মোচন করতে পারে এ্যাপল। সেক্ষেত্রে বাটনসহ এই আইফোনটির দিকে আগ্রহী হতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। -ওয়েবসাইট
×