ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এশিয়ার স্থপতিদের আন্তর্জাতিক সম্মেলন এবার ঢাকায়

প্রকাশিত: ০৯:১৩, ২৯ অক্টোবর ২০১৯

 এশিয়ার স্থপতিদের আন্তর্জাতিক সম্মেলন এবার ঢাকায়

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় আগামী ৩ নবেম্বর শুরু হচ্ছে এশিয়ার স্থপতিদের বৃহত্তম আন্তর্জাতিক সম্মেলন আর্কএশিয়া ফোরাম। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (বাস্থই) আয়োজনে পাঁচ দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। এশিয়ার ২১টি দেশের দুই শতাধিক প্রতিনিধিরা ছাড়াও প্রায় দেড় হাজারের বেশি অংশগ্রহণকারী যোগ দিচ্ছেন এই অনুষ্ঠানে। সোমবার জাতীয় প্রেসক্লাবে বাস্থইর সভাপতি স্থপতি জালাল আহমেদ এসব কথা জানান এবং অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, আর্কএশিয়ার আয়োজন করতে পেরে বাস্থই আনন্দিত। এই উৎসবের আমেজে স্থাপত্য পেশা ও শিল্পকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে শহরজুড়ে বিভিন্ন উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আয়োজনের উপদেষ্টা স্থপতি মোবাশ্বের হোসেন সংবাদ সম্মেলনে বলেন, এশিয়ার বিখ্যাত স্থাপতিরা আয়োজনে যোগ দিবেন, তাদের কাজ প্রর্দশন করবেন এবং আমাদের স্থাপতিরাও নিজেদের কার্যক্রম দেখানোর পাশাপাশি তাদের কাজ দেখানোর সুযোগ পাবেন। সম্মেলনের মূল আয়োজন হবে আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এর বাইরে মানিক মিয়া এভিনিউ, হাতিরঝিল, জিন্দাপার্ক এবং সোনারগাঁওয়ের ঐতিহাসিক পানাম নগরে সম্মেলনের বিভিন্ন আয়োজন থাকছে। সম্মেলনের আহ্বায়ক স্থপতি ড. আবু সাইদ এম আহমেদ জানান, প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্পীকার শিরীন শারমিন চৌধুরী। পূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম ও বিজ্ঞানমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বিশেষ অতিথি থাকবেন। ফোরাম আয়োজনের পাশাপাশি সুবর্ণজয়ন্তী উদযাপন করছে আর্কএশিয়া। ৬ নবেম্বরে সুবর্ণজয়ন্তী আয়োজনের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
×