ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বন্ড ছাড়বে সাউথইস্ট ব্যাংক

প্রকাশিত: ০৯:১১, ২৯ অক্টোবর ২০১৯

 বন্ড ছাড়বে সাউথইস্ট ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ নন-কনভার্টেবল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সাউথইস্ট ব্যাংক ৭ বছর মেয়াদী বন্ড ইস্যু করবে। ব্যাংকের টায়ার-২ মূলধন বাড়াতে বন্ড ইস্যু করা হবে। কোম্পানিটি আরও জানায়, নিয়ন্ত্রক সংস্থা ও পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী বন্ডের সাইজ, মেয়াদ ও ফিচার পরিবর্তন হতে পারে। উল্লেখ্য, ব্যাংকের অনুমোদিত মূলধন রয়েছে ১৫,০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন রয়েছে এক হাজার ১৫৯ কোটি ৯৪ লাখ টাকা। আর কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ১১৫ কোটি ৯৯ লাখ ৪১ হাজার ৯৭২টি। -অর্থনৈতিক রিপোর্টার
×