ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বড় মুনাফার পরও রেনউইকের নো ডিভিডেন্ড ঘোষণা

প্রকাশিত: ০৯:১০, ২৯ অক্টোবর ২০১৯

 বড় মুনাফার পরও রেনউইকের  নো ডিভিডেন্ড ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় মালিকাধীন রেনউইক যজ্ঞেশ্বরের ২০১৮-১৯ অর্থবছরের ব্যবসায় শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.২১ টাকা। তারপরেও কোম্পানিটির পর্ষদ শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। যা শেয়ারবাজারের চলমান মন্দাবস্থায় কারও কাছেই প্রত্যাশিত ছিল না। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। রেনউইক যজ্ঞেশ্বরের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ার প্রতি ৪.২১ টাকা হিসেবে মোট ৮৪ লাখ ২০ হাজার টাকা মুনাফা হয়েছে। এক্ষেত্রে কোম্পানিটির পরিশোধিত মূলধনের তুলনায় বড় মুনাফা হওয়া সত্ত্বেও শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। ফলে মুনাফার শতভাগ কোম্পানির রিজার্ভে যোগ হবে। এর আগের বছর কোম্পানিটির পর্ষদ ৫.৩১ টাকা ইপিএসের বিপরীতে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। রাষ্ট্র মালিকানাধীন রেনউইকে সরকারের ৫১ শতাংশ শেয়ার রয়েছে। কোম্পানিটির ২ কোটি টাকার পরিশোধিত মূলধনের বিপরীতে ৬ কোটি ৫৪ লাখ টাকার ঋণাত্মক রিজার্ভ রয়েছে। উল্লেখ্য, সোমবার লেনদেন শেষে রেনউইকের শেয়ার দর রয়েছে ১০০৪ টাকা।
×