ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে সূচক তিন বছরে সর্বনিম্ন

প্রকাশিত: ০৯:০৯, ২৯ অক্টোবর ২০১৯

শেয়ারবাজারে সূচক তিন বছরে সর্বনিম্ন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবারও মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট কমে ৪ হাজার ৬৯৯ পয়েন্টে অবস্থান করছে। যা গত ৩ বছরের মধ্যে সূচকের সর্বনিম্ন অবস্থান। এর আগে ২০১৬ সালের ১৭ নবেম্বর ডিএসই এক্স সূচকের অবস্থান ছিল ৪ হাজার ৬৯৮ পয়েন্টে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৯৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৪৮ পয়েন্টে। ডিএসইতে সোমবার টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩০৫ কোটি ৮৯ লাখ টাকার। যা গত কার্যদিবস থেকে ৪৮ কোটি ৮১ লাখ টাকা বেশি। রবিবার লেনদেনের পরিমাণ ছিল ২৫৭ কোটি ৮ লাখ টাকা। ডিএসইতে ৩৫৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ২৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির। ডিএসইতে ব্যাংক খাতে শেয়ার দর কমেছে ৫০ শতাংশ প্রতিষ্ঠানের। সোমবার ৩০টি ব্যাংক লেনদেনে অংশ নিয়েছে। ব্যাংকগুলোর মধ্যে ১০টির বা ৩৩ শতাংশের শেয়ার দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১৫টির বা ৫০ শতাংশের এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫টির বা ১৭ শতাংশ ব্যাংকের। শেয়ার দর সবচেয়ে বেশি অর্থাৎ ০.৬০ টাকা কমেছে ইস্টার্ন ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ০.৫০ টাকা কমেছে শাহজালাল ইসলামী ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ০.৪০ টাকা করে কমেছে উত্তরা ও রূপালী ব্যাংকের। এছাড়া আইএফআইসি ব্যাংকের ০.৩০ টাকা; ইসলামী, যমুনা ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের ০.২০ টাকা করে এবং সাউথইস্ট, এনসিসি, ন্যাশনাল, মিউচুয়াল ট্রাস্ট, আইসিবি ইসলামিক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ও এক্সিম ব্যাংকের শেয়ার দর ০.১০ টাকা করে কমেছে। ১০টি ব্যাংকের শেয়ার দর বেড়েছে। ব্যাংকগুলোর মধ্যে ডাচ-বাংলা ব্যাংকের ০.৫০ টাকা; ব্যাংক এশিয়া, ব্র্যাক, সিটি ও প্রাইম ব্যাংকের ০.২০ টাকা করে এবং মার্কেন্টাইল, প্রিমিয়ার, পূবালী, স্ট্যান্ডার্ড ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেয়ার দর ০.১০ টাকা করে বেড়েছে। ৫টি ব্যাংকের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। ব্যাংকগুলোর মধ্যে রয়েছে: ট্রাস্ট, স্যোসাল ইসলামী, ওয়ান, ঢাকা ও এবি ব্যাংক। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৩২৫ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১৩ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৫৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।
×