ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সেরা গীতিকবির পুরস্কার পেলেন ড. তপন বাগচী

প্রকাশিত: ০৭:১৬, ২৯ অক্টোবর ২০১৯

  সেরা গীতিকবির পুরস্কার পেলেন ড. তপন বাগচী

সংস্কৃতি ডেস্ক ॥ দেশের বরেণ্য গীতিকবি ড. তপন বাগচী গান রচনায় চ্যাম্পিয়ান হিসেবে ‘স্টান্ডার্ড চার্টার্ড-দি ডেইলি স্টার সেলিব্রেটিং লাইফ লিরিক এ্যাওয়ার্ড ২০১৯’ পেয়েছেন। এর আগে ২০১৩, ২০১৪ এবং ২০১৬ সালেও তিনি একই পুরস্কারে ভূষিত হন। অনুষ্ঠানে একইসঙ্গে এই পুরস্কার পেয়েছেন রানা মাসুদ ও মহসিন আহমেদ। সম্প্রতি বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপির হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন। নব্বই দশকের কবি তপন বাগচী দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, এখন নিয়মিত গান লিখছেন। তপন বাগচীর জন্ম ১৯৬৮ সালে মাদারীপুর জেলার বাহাদুরপুর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় এমএ এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সনাতন যোগাযোগমাধ্যম যাত্রাগান নিয়ে গবেষণা করে পিএইচডি উপাধি অর্জন করেন। তিনি দৈনিক আজকের কাগজ, আমাদের সময়, প্রথম আলো, একুশে টেলিভিশন প্রভৃতি গণমাধ্যমে কাজ করেছেন। বর্তমানে তিনি বাংলা একাডেমির উপ-পরিচালক। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার তিনি। তার গানে কণ্ঠ দিয়েছেন ফকির আলমগীর, কিরণচন্দ্র রায়, চন্দনা মজুমদার, আবুবকর সিদ্দিক, কাজী দেলোয়ার হোসেন, অণিমা মুক্তি গমেজ, ফাহমিদা নবী, পঞ্চানন রায়, সঞ্জয় রায়, শারমীন সুলতানা সুমি (চিরকুট), হাসান মাহমুদ,পল্লব ম ল, সুমন রাহাত, বাসুদেব বিশ্বাস বাবলা, শ্যামল কুমার পাল, এলিটা করিম, নিপো, নির্ঝর চৌধুরী, সঞ্জয় ম ল, দেবদাস চৌধুরী, তুলিকা ঘোষ চৌধুরী, নূসরাত নূরিতা খন্দকার, জাকির শাহ প্রমুখ শিল্পী। বাঙালীর চিরায়ত লোকসঙ্গীত নিয়ে তার একাধিক গ্রন্থ ও গবেষণাপত্র প্রকাশ হয়েছে। তার রচিত কবিতা, ছড়া, প্রবন্ধ, ইতিহাসগ্রন্থ সঙ্গীতবিষয়ক গ্রন্থ রয়েছে। আগামী বইমেলায় বেরুবে তার গানের আরও তিনটি সঙ্কলন। ড. তপন আরও যেসব সম্মাননা পেয়েছেন তার মধ্যে ‘ঋষিজ শিল্পীগোষ্ঠী সম্মাননা’, ‘অগ্রণী ব্যাংক শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার’ (২০১৫), ‘সাংস্কৃতিক খবর পদক’ (কলকাতা, ২০১৩), ‘মাইকেল মধুসূদন পদক’ (২০১২), ‘সুনীল গঙ্গোপাধ্যায় সাহিত্য পুরস্কার’ (২০০৯), ‘মহাদিগন্ত সাহিত্য পুরস্কার’ (কলকাতা ২০০৮), ‘এম নূরুল কাদের শিশু সাহিত্য পুরস্কার’ (২০০৮), ‘জেমকন সাহিত্য পুরস্কার’ (২০০৮), ‘অমলেন্দু বিশ্বাস স্মৃতি পদক’ (২০০৮), ‘জসীমউদ্দীন গবেষণা পুরস্কার’ (১৯৯৬), ‘মুনীর চৌধুরী সাহিত্য পুরস্কার’ (১৯৯১) পেয়েছেন।
×