ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নুসরাতের শ্লীলতাহানি মামলার সাক্ষ্যগ্রহণ ২৩ নবেম্বর

প্রকাশিত: ১০:৩১, ২৮ অক্টোবর ২০১৯

নুসরাতের শ্লীলতাহানি মামলার সাক্ষ্যগ্রহণ ২৩ নবেম্বর

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ২৭ অক্টোবর ॥ সোনাগাজী মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির শ্লীলতাহানির মামলায় আগামী ২৩ নবেম্বর সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছে আদালত। রবিবার নুসরাতের মা শিরিন আক্তারের সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ছুটিতে থাকায় নুসরাতের মা শিরিন আক্তারের সাক্ষ্যগ্রহণের জন্য পুনরায় দিন ধার্য করা হয়েছে। সকালে ফেনী কারাগার থেকে মামলার একমাত্র আসামি মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে আদালতে আনা হয়। গত ২৪ অক্টোবর নুসরাতকে পুড়িয়ে হত্যা মামলায় সিরাজউদ্দৌলাসহ ১৬ আসামিকে মৃত্যুদ- ও প্রত্যেককে একলাখ টাকা করে দন্ডে দন্ডিত করা হয়।
×