ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকারী সৌর প্রকল্পে ৩০ ভাগ কোটা বরাদ্দের দাবি

প্রকাশিত: ০৯:৪১, ২৮ অক্টোবর ২০১৯

 সরকারী সৌর প্রকল্পে ৩০ ভাগ  কোটা বরাদ্দের দাবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরকারী সৌর প্রকল্পে ৩০ ভাগ কোটা বরাদ্দের দাবি জানিয়েছে সোলার প্যানেল বা মডিউল উৎপাদনকারী দেশীয় প্রতিষ্ঠানগুলো। রবিবার জাতীয় প্রেস ক্লাবে সোলার খাতের উন্নয়নে স্থানীয় প্রস্তুতকারীদের যৌক্তিক কোটা বরাদ্দ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সোলার মডিউল ম্যানুফেকচারার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এসএমএমএবি)। অনুষ্ঠানে সরকারী সৌর কর্মসূচীতে দেশীয় সোলার প্যানেল/মডিউল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য ৩০ শতাংশ বিশেষ কোটা বরাদ্দ রাখাসহ ৭ দফা দাবি জানিয়েছে তারা। এসএমএমসিবি’র দাবিগুলোর মধ্যে রয়েছে, এ খাতে দেশী শিল্পকে উৎসাহিতকরণে ন্যূনতম ১০-১৫ বছর মেয়াদী ঋণ দেয়া, গ্রীন ইন্ডাস্ট্রি হিসেবে ৪-৫ শতাংশ সুদের হার নির্ধারণ, এ খাতের বিকাশে মন্ত্রণালয়ের অধীনে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের নিয়ে ত্রৈমাসিক সভার আয়োজন, স্থানীয় শিল্পের স্বার্থ রক্ষায় সোলার প্যানেল আমদানি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নসহ, আমদানি করা সৌর যন্ত্রাংশের মান নিশ্চিতকরণে নীতিমালার যথাযথ বাস্তবায়ন এবং এ লক্ষ্যে আন্তর্জাতিক মানের ল্যাব প্রতিষ্ঠা। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মুনাওয়ার মিসবাহ মঈন বলেন, স্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা দেশের সমগ্র চাহিদার জোগান দিতে সক্ষম। কিন্তু দেশীয় পণ্যের বাজার সম্পসারণে সহায়ক কোন সরকারী নীতিমালা না থাকলে অনেক প্রতিষ্ঠানই উৎপাদনের আগ্রহ হারাবে। তিনি আরও বলেন, গুণগতমান বজায় না রেখে বর্তমানে চীন ও ভারত থেকে কম দামে সোলার প্যানেল আমদানি হচ্ছে। যা দেশীয় প্রতিষ্ঠানগুলোকে অসম প্রতিযোগিতায় ফেলছে। এ বিষয়টিও কঠোর নজরদারি প্রয়োজন। এসএমএমএবি’র সাধারণ সম্পাদক গোলাম বাকী মাসুদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
×