ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গেঞ্জি রফতানিতেও নগদ সহায়তা দেবে সরকার

প্রকাশিত: ০৯:৩৯, ২৮ অক্টোবর ২০১৯

 গেঞ্জি রফতানিতেও নগদ সহায়তা দেবে সরকার

অর্থনৈতিক রিপোর্টার ॥ গেঞ্জি রফতানিতে ৪ শতাংশ হারে নগদ সহায়তা দেবে সরকার। অর্থাৎ কোন রফতানিকারক ১০০ টাকার গেঞ্জি রফতানি করলে প্রণোদনা হিসেবে সরকার তাকে ৪ টাকা দেবে। রবিবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারটি বৈদেশিক লেনদেনের সঙ্গে সম্পৃক্ত সব ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে। গত ২২ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংক চলতি ২০১৯-২০ অর্থবছরে নগদ সহায়তা পাওয়া ৩৭টি পণ্যের যে তালিকা প্রকাশ করেছিল তার সঙ্গে গেঞ্জি যোগ হলো। ‘গেঞ্জি রফতানির বিপরীতে নগদ সহায়তা প্রদান’ বিষয়ক রবিবারের সার্কুলারে বলা হয়েছে, নগদ সহায়তার জন্য প্রযোজ্য হস্তচালিত তাঁত বস্ত্রের তালিকা সন্নিবেশিত রয়েছে। সরকারী সিদ্ধান্ত অনুযায়ী আলোচ্য তালিকায় গেঞ্জি অন্তর্ভুক্ত হবে। ২০১৯ সালের ১ জুলাই হতে ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত দেশীয় বস্ত্র রফতানি খাতে প্রযোজ্য বিকল্প নগদ সহায়তার ন্যায় আলোচ্য খাতে ৪ শতাংশ হারে নগদ সহায়তা পরিশোধ্য হবে।
×