ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুর্নীতিকে প্রশ্রয় না দিলে কাছে ঘেঁষতে পারবে না ॥ মাশরাফী

প্রকাশিত: ০৯:৩৪, ২৮ অক্টোবর ২০১৯

 দুর্নীতিকে প্রশ্রয় না  দিলে কাছে  ঘেঁষতে পারবে  না ॥ মাশরাফী

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২৭ অক্টোবর ॥ আপনি যদি দুর্নীতিকে প্রশ্রয় না দেন তবে দুর্নীতি আপনার পাশে ঘেঁষতে পারবে না। প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযানে নেমেছেন। আমিও প্রধানমন্ত্রীর সে অভিযানে শামিল হয়েছি। আওয়ামী লীগের কোন নেতা-কর্মী গ্রুপিং করবেন না। আমরা এক ছাতার নিচে থেকে উন্নয়ন কাজ করতে চাই। আমি নড়াইলে দলকে সুসংগঠিত করবার চেষ্টা করব। লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মর্তুজা এসব কথা বলেন। রবিবার সকাল ১০টায় লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুন্সী আলাউদ্দিনের সভাপতিত্বে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন (এমপি), কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল হোসেন, এমপি কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মর্তুজা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাডভোকেট সৈয়দ আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল করিম বাবু, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান এসএমএ হান্নান রুনু, লোহাগড়া পৌর মেয়র মোঃ আশরাফুল আলম প্রমুখ। সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু।
×