ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাউফলে নদী দখল করে স্থাপনা নির্মাণ

প্রকাশিত: ০৯:৩৪, ২৮ অক্টোবর ২০১৯

 বাউফলে নদী দখল করে স্থাপনা নির্মাণ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৭ অক্টোবর ॥ নদী দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে বাউফল উপজেলা যুবলীগ সভাপতি শাহজাহান সিরাজের বিরুদ্ধে। অবৈধ এ স্থাপনা উচ্ছেদের জন্য পৌরশহরের দুই নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি প্রধানমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, কালাইয়া থেকে গোলাবাড়ি ভায়া নুরাইপুর নদীর গোলাবাড়ি অংশের তিন মোহনায় নদীর পশ্চিম পাড়ে যুবলীগ সভাপতি শাহজাহান সিরাজ দখল করে আরসিসি পাইলিং, প্রাচীর ও পাকা ঘাটলাসহ ঘর নির্মাণ করেছেন। ফলে ওই অংশে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ভরাট হয়ে যাচ্ছে নদী। বিঘ্নিত হচ্ছে নৌ চলাচল। এতে শহরের ব্যবসায়ীরা মালামাল পরিবহনে চরম ভোগান্তিতে পড়েছেন। ওই জমিতে বর্তমানে পটুয়াখালীর বাউফল সহকারী জজ আদালতে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু ওই যুবলীগ নেতা আদালতের সেই নিষেধাজ্ঞা অমান্য করে ওই জমিতে থাকা দ্ইুটি টিনের বসতঘর ও ২টি দোকানঘর ভেঙ্গে ওই জায়গায় পাকা স্থাপনা ও আধাপাকা মার্কেট নির্মাণ করেছেন। এ বিষয়ে স্থানীয় এমপি, উপজেলা ও পুলিশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পাইনি। পৌর শহরের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেন নদী দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। এই অভিযোগের অনুলিপি বিভাগীয় কমিশনার, পটুয়াখালী জেলা প্রশাসক ও বাউফল উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দফতরে প্রেরণ করেছেন। এ বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজ বলেন, ‘আমি অন্যের জমি ও নদী দখল করে স্থাপনা নির্মাণ করিনি। আমি নদীর পাড়ের কিছু জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করেছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি আমার জানা নেই। উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
×