ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাগদাদির মৃত্যুর খবর নিশ্চিত করল তেহরান

প্রকাশিত: ০৮:১৩, ২৮ অক্টোবর ২০১৯

 বাগদাদির মৃত্যুর খবর নিশ্চিত  করল তেহরান

তেহরান যে আইএস নেতা বাগদাদির নিহত হওয়ার খবর পেয়েছে, দুই ইরানী কর্মকর্তা তা নিশ্চিত করেছেন বলে জানিয়েছে রয়টার্স। ঘটনাস্থল থেকে খবর পাওয়া সিরিয়ার কর্মকর্তাদের কাছ থেকে বাগদাদির মৃত্যুর বিষয়টি ইরান জানতে পেরেছে, বলেছেন এক ইরানী কর্মকর্তা। দেশটির আরেক কর্মকর্তাও এ তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন অভিযানে বাগদাদির নিহত হওয়ার গুঞ্জনের মধ্যেই তেহরানের দিক থেকে এ বক্তব্য জানা গেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় এক সপ্তাহ আগে অভিযানটির অনুমতি দিয়েছিলেন। শনিবার মার্কিন সামরিক হেলিকপ্টারগুলো সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের ওপরে উড়ছে এরকম প্রতিবেদন পাওয়ার পর, অভিযানের বিষয়ে জ্ঞাত পেন্টাগনের এক উর্ধতন কর্মকর্তা ও ঘটনার বিষয়ে অবহিত মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, অতি গোপনীয় ওই অভিযানের লক্ষ্যস্থল ছিলেন বাগদাদি। সিরিয়ার বিদ্রোহী অধিকৃত শেষ প্রদেশ ইদলিবে অভিযানটি চালানো হয়।
×