ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অলিম্পিক সলিডারিটি স্পোর্টস এ্যাডমিনেস্ট্রেটর্স কোর্স

প্রকাশিত: ০৭:৫৩, ২৭ অক্টোবর ২০১৯

অলিম্পিক সলিডারিটি স্পোর্টস এ্যাডমিনেস্ট্রেটর্স কোর্স

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের অর্থায়নে এবং ভোলা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় স্থানীয় ক্রীড়া সংগঠকদের প্রশাসনিক ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে অলিম্পিক সলিডিারিটি স্পোর্টস এ্যাডমিনেস্ট্রেটর্স কোর্স টি গত ২৪ অক্টোবর ভোলা জেলা ক্রীড়া সংস্থায় উদ্বোধন করা হয়। ৫দিন ব্যাপী এই কোর্সটির সমাপনী অনুষ্ঠান কাল ২৮ অক্টোবর দুপুর ১টায় ভোলা জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভোলা জেলার জেলা প্রশাসক এবং ভোলা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাসুদ আলম ছিদ্দিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভোলা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং ভোলা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম। প্রধান অতিথি সমাপনী অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করবেন। কোর্সটি পরিচালনা করছেন বিওএ’র জাতীয় কোর্স পরিচালক মাহফুজুর রহমান সিদ্দিকী (অবসরপ্রাপ্ত পরিচালক, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর), ফারুকুল ইসলাম, (অবসরপ্রাপ্ত পরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) এবং কাজী মইনুজ্জামান, বিওএ। এছাড়াও উক্ত কোর্সে লেকচার প্রদান করেন মোশারফ হোসেন মোল্লা (অতিরিক্ত সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ঢাকা) এবং বিওএ’র মেডিকেল এন্ড এন্টি ডোপিং কমিটির সদস্য সচিব ডাঃ শফিকুর রহমান। কোর্সটিতে ভোলা জেলা ক্রীড়া সংস্থার ২৫ ক্রীড়া সংগঠক অংশগ্রহণ করছেন।
×