ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আদমদীঘিতে পরিত্যক্ত স্থলমাইন ও গ্রেনেড উদ্ধার

প্রকাশিত: ১৪:০৩, ২৭ অক্টোবর ২০১৯

আদমদীঘিতে পরিত্যক্ত স্থলমাইন ও গ্রেনেড উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২৬ অক্টোবর ॥ শনিবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়ার আদমদীঘির পল্লীতে পরিত্যক্ত ৬টি স্থলমাইন ও ৩টি গ্রেনেড উদ্ধার করেছে থানা পুলিশ। জানা গেছে, এদিন বিকেলে উপজেলা সদর ইউনিয়নের রামপুরা গ্রামের একটি পুকুর পাড়ে কবরস্থানের পাশে শিশুরা কাদামাটি কেটে খেলা করার সময় ওই মারণাস্ত্রগুলো পায় এবং সেগুলো নিয়েও খেলা করতে থাকে। এ সময় বড়রা ওইগুলো সামরিক সরঞ্জাম বুঝতে পেরে থানা পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ওই গ্রামে গিয়ে সে গুলো উদ্ধার করে রাত সাড়ে ৯টায় থানায় নিয়ে আসে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এগুলো সম্ভবত ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে হানাদার বাহিনীর ফেলে যাওয়া মারণাস্ত্র। এগুলো তৈরির সাল ১৯৬৩ মর্মে লেখা রয়েছে। উদ্ধার করা স্থলমাইন ও গ্রেনেডগুলো নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। রবিবার বোমা নিস্ক্রিয়করণ কর্তৃপক্ষকে জানানো হবে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
×