ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইপিও অনুমোদনে কঠোর হচ্ছে বিএসইসি

প্রকাশিত: ১১:৫১, ২৭ অক্টোবর ২০১৯

 আইপিও অনুমোদনে কঠোর হচ্ছে বিএসইসি

পাইপলাইনে থাকা কোম্পানিগুলোর প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদনে আরও কঠোর হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পুরনো জমা দেয়া প্রসপেক্টাসগুলো গভীরভাবে দেখভালের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নতুন করে এক্সপার্ট কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে বিএসইসি। এক্সপার্ট টিমের প্রতিবেদন দেখে সন্তুষ্ট না হলে নতুন আইপিও অনুমোদন দেয়া হবে না বলে আশ্বস্ত করেছে কমিশন। বৃহস্পতিবার ডিএসইর পর্ষদ ও ডিএসই ব্রোকার্স এ্যাসোসিয়েশনের (ডিবিএ) সঙ্গে এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেয় কমিশন। বৈঠকে ডিএসইর ৫ পরিচালক এবং ডিবিএ সভাপতি শাকিল রিজভী উপস্থিত ছিলেন। বৈঠকে বর্তমান বাজার পরিস্থিতি ও বাজারের সমস্যাগুলো তুলে ধরে ডিএসই ও ডিবিএ টিম। বাজারের পরিস্থিতি নিয়ে বিএসইসি উদ্বেগ প্রকাশ করে। কমিশন বাজার পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×