ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খালেদার মুক্তির একমাত্র পথ রাজপথ ॥ মওদুদ

প্রকাশিত: ১০:০৬, ২৭ অক্টোবর ২০১৯

 খালেদার মুক্তির একমাত্র পথ রাজপথ ॥ মওদুদ

স্টাফ রিপোর্টার ॥ মহাজোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বক্তব্যের পর জাতীয় সংসদ ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচন দেয়া সরকারের উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘ গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলন’ নামক একটি সংগঠন আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়া হুইল চেয়ারবাউন্ড হয়ে পড়েছেন। মওদুদ বলেন, রাশেদ খান মেনন দেরি হলেও একটা সত্য কথা বলেছেন। পাঁচ বছর ক্ষমতায় আরাম-আয়েশে থেকে তারপর তিনি সত্য কথা বলেছেন। সে জন্য তাকে ধন্যবাদ জানাই। কারণ, তিনি যা বলেছেন, সেটা আমরাও বলে আসছি। ২৯ ডিসেম্বর রাতে সিভিলিয়ান ক্যুর মাধ্যমে ক্ষমতা দখল করেছে অভিযোগ করে তিনি বলেন, এ সরকারের রাষ্ট্র পরিচালনা করার কোন নৈতিক বা সাংবিধানিক অধিকার নেই। সরকারের বাধায় খালেদা জিয়ার জামিন হচ্ছে না অভিযোগ করে ব্যারিস্টার মওদুদ বলেন, আদালত খালেদা জিয়ার জামিন দেবে না। কারণ, সরকার চায় না বলেই তার জামিন হচ্ছে না। তার জামিন আইনের মাধ্যমে সম্ভব বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। তবে রাজনৈতিক প্রভাবের কারণে কারাবন্দী হওয়ার ১ বছর ৮ মাস পরও তার জামিন হয় না। তার মুক্তির একমাত্র পথ হলো রাজপথ। যদি আমরা আন্দোলন করি, সেই আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে কারামুক্ত করতে পারব, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারব। তবে খালেদা জিয়ার মুক্তির একমাত্র পথ রাজপথ। মওদুদ বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য আমাদের কারও কাছে দেনদরবার করার দরকার নেই। আমরা বলতে চাই, আইনের মাধ্যমে তার জামিন বা মুক্তি হবে। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে রাজপথের আন্দোলনেই তার মুক্তি হবে। আইনজীবীরা জানেন, ৫ থেকে ৭ সাপ্তাহের বেশি তার জেলখানায় থাকার কথা নয়, তার জামিন হয়ে যাওয়ার কথা। তবে সেটা হচ্ছে না রাজনৈতিক প্রভাবের কারণে। যদি রাজপথে আমরা আন্দোলন করি, তাহলেই তাকে কারামুক্ত করতে পারব। আয়োজক সংগঠনের চেয়ারম্যান এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এ্যাডভোকেট জয়নুল আবেদীন, বিএনপি চেয়ারপার্সনের উদেষ্টা এ্যাডভোকেট ফজলুর রহমান, দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এ্যাডভোকেট আবদুর রকিব, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট আবেদ রাজা। ব্যারিস্টার মঈনুল হোসেন বলেন, কোন দলীয় রাজনীতি নয়; একজন আইনজীবী হিসেবে বলতে চাই, অসুস্থ খালেদা জিয়ার চিকিৎসার সুযোগ পাওয়ার জন্য জামিন পাওয়া তার অধিকার। আমি যতদূর জানি, পাকিস্তানের নওয়াজ শরীফ অসুস্থ থাকায় তাকে জামিন দেয়া হয়েছে। জামিন দেয়া মানে মুক্তি নয়। একজন বয়স্ক মহিলাকে যিনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন চিকিৎসার জন্য জামিনে মুক্তি দেয়া যাবে না, এটা অত্যন্ত অমানবিক।
×