ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দিল্লীতে দূষণ মাত্রা চরমে

প্রকাশিত: ০৯:২৯, ২৭ অক্টোবর ২০১৯

 দিল্লীতে দূষণ  মাত্রা  চরমে

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের রাজধানী নয়াদিল্লীতে দূষণ চরম মাত্রায় পৌঁছেছে। চলতি মাসেই দ্বিতীয়বারের মতো এমন খারাপ অবস্থার সম্মুখীন হলো নগরবাসী। সনাতন হিন্দু ধর্মাবলীদের দেওয়ালির পর এই শহরের বায়ু দূষণের মাত্রা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রয়টার্স। মার্কিন দূতাবাসের তথ্য অনুযায়ী, শুক্রবার নয়াদিল্লীর বায়ুর মানসূচক ৩৮৮। তবে স্বাভাবিক ও নিরাপদ অবস্থা হলো মাত্র ৬০। ৩৮৮ দূষণের সর্বোচ্চ মাত্রাকেই ইঙ্গিত করছে, যেটি আসলেই উদ্বেগজনক বিষয়। নিজের নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের এক উর্ধতন কর্মকর্তা জানান, এই শহরে বাতাসের পর্যাপ্ত গতির না থাকায় এখানে দূষণের পরিমাণ বেশি হচ্ছে। তিনি আরও জানান, দেওয়ালির ঘটনায় উদ্ভুত পরিস্থিতিকে কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করতে না পারলে ঘন ও বিষাক্ত বায়ুতে নয়াদিল্লী ও এর আশপাশের শহর পুরোপুরিভাবে আচ্ছন্ন হয়ে যেতে পারে।
×