ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিদ্যুতস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৯:২৮, ২৭ অক্টোবর ২০১৯

 বিদ্যুতস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কামরাঙ্গীরচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ফারুক হোসেন (২১) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় হৃদয় (২০) নামে আরেক শ্রমিক গুরুতর আহত হন। নিহতের বাড়ির মালিক জাহাঙ্গীর হোসেন জানান, কামরাঙ্গীরচর হুজুরপাড়ার ৭ নম্বরে তার একটি বাড়ির নির্মাণ কাজ চলছিল। শনিবার সকাল সাড়ে আটটার দিকে নিচ থেকে রশি দিয়ে বেঁধে উপরে রড উঠাচ্ছিলেন। এ সময় রডটি রাস্তায় বৈদ্যুতিক তারের সঙ্গে বাড়ি খেলে ওই দুই শ্রমিক বিদ্যুতস্পৃষ্ট হন। পরে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন সকাল সাড়ে ১০টার দিকে ফারুকের মৃত্যু হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দুপুরে ঢামেক মর্গে ফারুকের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
×