ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পপি ত্রিপুরার ঘাতকের সর্বোচ্চ শাস্তি দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৯:২৭, ২৭ অক্টোবর ২০১৯

 পপি ত্রিপুরার  ঘাতকের  সর্বোচ্চ  শাস্তি দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলশানে প্রাইভেটকার চাপা দিয়ে হত্যার দায়ে গ্রেফতারকৃত আসামির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, অপ্রাপ্ত বয়স্ক হওয়া এবং ড্রাইভিং লাইসেন্স না থাকার পরও কানাডিয়ান ইন্টারন্যাশাল স্কুলের ‘ও’ লেভেলের ছাত্র সাফিন (১৭) নিজে প্রাইভেটকারটি চালাচ্ছিলেন। গত ১৮ অক্টোবর সকালে রাজধানীর গুলশানে সাফিনের প্রাইভেটকার সজোরে পেছন দিয়ে ধাক্কা দিলে রিক্সার যাত্রী পপি ত্রিপুরা মাটিতে লুটিয়ে পড়েন। সহযোগিতার হাত না বাড়িয়ে মাটিতে পড়ে থাকা পপির ওপর দিয়ে প্রাইভেটকার চালিয়ে দুর্ঘটনাস্থল ত্যাগ করেন ঘাতক সাফিন। আসামিপক্ষের বিরুদ্ধে মামলা তুলে নিতে পপির পরিবারের সদস্যদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তোলেন বক্তারা। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ ত্রিপুরা খ্রীস্টিয়ান স্টুডেন্টস এ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ যৌথভাবে এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।
×