ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বৃষ্টিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে, এক হাজার চিকিৎসাধীন

প্রকাশিত: ০৯:২৬, ২৭ অক্টোবর ২০১৯

 বৃষ্টিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে, এক হাজার চিকিৎসাধীন

স্টাফ রিপোর্টার ॥ বৃষ্টিতে বেড়েছে নতুন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যাও বেড়ে এক হাজারের কাছাকাছি পৌঁছেছে। শুক্রবার এই সংখ্যা ছিল প্রায় ৮শ’। আবহাওয়ার বর্তমান অবস্থা অব্যাহত থাকলে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে প্রাপ্ত তথ্যের পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ২০৩। এদের মধ্যে ঢাকায় নতুন ভর্তি ৮৮ এবং ঢাকার বাইরে ১১৫। সারাদেশে বর্তমানে ভর্তি ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু রোগীর সর্বমোট সংখ্যা ৯৫২ জন। ঢাকা মহানগরীতে বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ৪৩৭ জন এবং ঢাকার বাইরে ৫১৫ জন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২৪৮ জনের মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। তাদের মধ্যে আইইডিসিআর ১৭১ জনের মৃত্যু পর্যালোচনা সমাপ্ত করে ১০৭ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে বলে জানিয়েছে আইইডিসিআর। স্বাস্থ্য অধিদফতরের ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম আরও জানায়, বর্তমানে ঢাকা শহর ছাড়া ঢাকা বিভাগে ৮৪, চট্টগ্রামে বিভাগে ১২১, খুলনা বিভাগে ১৬৫, রংপুর বিভাগে ২৩, রাজশাহী বিভাগে ৩৩, বরিশালের ৬ জেলায় ৬২, সিলেট বিভাগের ৪ জেলায় ৭ এবং ময়মনসিংহ বিভাগের চার জেলায় ২০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। সূত্রটি আরও জানায়, ঢাকা শহরে অবস্থিত হাসপাতালগুলোর মধ্যে বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০২, মিটফোর্ড হাসপাতালে ৬৬, ঢাকা শিশু হাসপাতালে ৮, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৪৮, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ১৮, রাজারবাগের পুলিশ হাসপাতালে ৩, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২১, সম্মিলিত সামরিক হাসপাতালে ২২ এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৪৫ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরে অবস্থিত হাসপাতালগুলোর মধ্যে নতুন রোগী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২১, মিটফোর্ড হাসপাতালে ১০, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৮, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ১, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫ এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১১ নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। ঢাকার বাইরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার বিষয়ে আবারও সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তারা বলেন গত ১৮ বছর ধরে ডেঙ্গু প্রকোপ এলাকা বলতে রাজধানী ঢাকা শহরের নামই পরিচিত ছিল। কিন্তু চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, ডেঙ্গু প্রকোপ এলাকা ও ডেঙ্গুর ধরন সব বিভিন্ন দিক বিবেচনায় নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। দেশের ৫৭ জেলা এখনও ডেঙ্গু আক্রান্ত। নতুন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হ্রাস অব্যাহত রয়েছে। কিন্তু এখনও প্রতিদিন যে হারে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে এবং যে সংখ্যক ডেঙ্গু রোগী চিকিৎসাধীন থাকছে তা গত ১৮ বছরের যে কোন বছরে ডেঙ্গুর প্রকোপের মাত্রার অনেক গুণ বেশি রয়ে গেছে। ঢাকা শহরের ডেঙ্গু প্রতিরোধে নানা কর্মসূচী পরিচালিত হচ্ছে। কিন্তু গত এক মাস ধরে ঢাকা শহর ছাড়া বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত এবং ঢাকা শহরের বেশি সংখ্যক ডেঙ্গু রোগী চিকিৎসাধীন থাকায় গ্রামাঞ্চলে এডিস মশার অবস্থান নিয়ে ভাবার সময় এসে গেছে। সাতক্ষীরা ॥ স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, জেলার তালা উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আপন দু’ভাই এর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে এক ভাই ও শুক্রবার অপর ভাইয়ের মৃত্যু হয়। তারা হলেন উপজেলার চরকানাইদিয়া গ্রামের বাছতুল্লাহ গাজীর পুত্র সিরাজুল গাজী (৫৫) ও সাত্তার গাজী (৫২)। স্থানীয় ইউপি চেয়ারম্যান মফিদুল হক লিটু জানান, খুলনা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ২৪ অক্টোবর রাতে ছোট ভাই সাত্তার গাজীর মৃত্যু হয়। পরদিন ২৫ অক্টোবর রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সিরাজুল ইসলামের।
×