ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৯:১২, ২৭ অক্টোবর ২০১৯

টুকরো খবর

বোমা মেশিনের খাদে পড়ে দুই শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জলঢাকা উপজেলার বুড়ি তিস্তা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বোমা মেশিনের খাদে পড়ে দুই শিশু কন্যার মৃত্যু হয়েছে। শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের গোপালঝাড় এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনার পর পালিয়ে গেছে বোমা মেশিনের মালিক মজিদুলসহ বালু উত্তোলনের শ্রমিকরা। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। শিশুরা হলো গোপালঝাড় চেয়ারম্যানপাড়া গ্রামের আব্দুল কাইয়ুমের মেয়ে সিতু (৬) ও একই গ্রামের মোশাররফ হোসেনের মেয়ে মীম (৭)। তারা দুইজনই উক্ত গ্রামের বসরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল। বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ॥ আহত ৬ নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৬ অক্টোবর ॥ জেলার পাকুন্দিয়া উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছয়জন আহত হয়েছে। নবগঠিত পৌর বিএনপির কমিটির বিরোধিতা করে শনিবার দুপুরে একটি গ্রুপ মিছিল বের করলে এ সংঘর্ষ বাধে। একাধিক সূত্র জানায়, গত ২৩ অক্টোবর এসএম মিনহাজ উদ্দিনকে আহ্বায়ক ও শরীফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে ১০১ সদস্যবিশিষ্ট পাকুন্দিয়া পৌর বিএনপির কমিটি অনুুমোদন দেয় জেলা বিএনপি। এ কমিটির বিরোধিতা করে শনিবার পাকুন্দিয়া বাজারে মিছিল বের করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, ফজলুল হক ও সবুজ শিকদারের নেতৃত্বাধীন একটি গ্রুপ। তারা এ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে বিভিন্ন স্লোগান দেয়। মিছিলটি বাজারের পাটমহাল মোড়ে গেলে নবগঠিত কমিটির আহ্বায়ক মিনহাজ উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলামের নেতৃত্বাধীন গ্রুপটি মিছিলে হামলা চালায়। এতে দু’পক্ষের অন্তত ছয়জন আহত হয়। নীলফামারীতে ৩২ ঘর পুড়ে ছাই স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সদর উপজেলার সোনারায় ইউনিয়নের ডাংগাপাড়া গ্রামে অগ্নিকা-ে আট পরিবারের ৩২ বসত ঘর পুড়ে ছাই হয়েছে। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ওই অগ্নিকা-ের ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, ওই গ্রামের একরামূল রহমানের বাড়ির উঠানে বিদ্যুতচালিত ধান মাড়াই কল থেকে আগুনের সূত্রপাত হয়ে ছড়িয়ে পড়ে। এ সময় একরামূল রহমানসহ আট পরিবারের ৩২ বসতঘর, ঘরে রক্ষিত মালামাল পুড়ে ছাই হয়। কটিয়াদীতে তিন দোকান নিজস্ব সংবাদদাতা কিশোরগঞ্জ থেকে জানান, জেলার কটিয়াদী উপজেলা সদরের নতুন বাজারে শনিবার ভোরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে তিনটি দোকানঘর মালামালসহ সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত শ্রীধাম সাহা, চন্দন সাহা, সঞ্চিত সাহাসহ অন্য ব্যবসায়ীরা জানিয়েছেন। দুই চরমপন্থী গ্রেফতার ॥ অস্ত্র উদ্ধার স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ফুলতলা থানাধীন যুগ্নিপাশা ইঞ্জিনিয়ার কামালউদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে আধুনিক ২টি বিদেশী ওয়ান শূটার, ৩ রাউন্ড গুলি ও ৮০০ ইয়াবাসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত সৈয়দ জাহিদুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা, পেশাদার ভাড়াটিয়া খুনী, খুলনা জেলা বিশেষ শাখার ৫১নং তালিকাভুক্ত সন্ত্রাসী ও হত্যা, অস্ত্র আইনের একাধিক মামলার পলাতক আসামি এবং তার সহযোগী খন্দকার তারেকুজ্জামান ওরফে তারেক (৩৮)। জাহিকদুল ফুলতলার দামোদর উত্তর পাড়ায় বাসিন্দা এবং তারেকের বাড়ি নড়াইল জেলার নড়াগাতি থানার বা ঐসোনা গ্রামে। ঝিনাইদহ কারাগারে হাজতির মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৬ অক্টোবর ॥ জেলা কারাগারে নন্দ কুমার দাস (৪৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়। সে জেলার কালীগঞ্জ উপজেলার কুল্লাপাড়া গ্রামের মৃত গোপাল চন্দ্র দাসের ছেলে। জেলার নিজাম উদ্দিন জানান, গত ২২ অক্টোবর ডাকাতি মামলায় আদালত নন্দ কুমার দাসকে জেলহাজতে প্রেরণ করে। শনিবার সকালে হঠাৎ সে বুকে ব্যথা অনুভব করে। সেখান থেকে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপহৃত স্কুলছাত্রী উদ্ধার নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ২৬ অক্টোবর ॥ রূপগঞ্জে ফারিয়া আক্তার মীম (১৬) নামের দশম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণের পর দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। অপহরণকারীরা ওই স্কুলছাত্রীকে ভারতে পাচারের চেষ্টা করে। শুক্রবার রাতে পঞ্চগড় জেলার বোদা থানার বালাভির এলাকায় অভিযান পরিচালনা করে ফারিয়া আক্তার মীমকে উদ্ধার ও চারজনকে গ্রেফতার করে। এর আগে গত ২০ অক্টোবর রূপগঞ্জ উপজেলার মীরগদাই এলাকা থেকে অপহরণ করা হয় মীমকে।
×