ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফিরোজ সভাপতি, সম্পাদক স্বপন ॥ কিশোরগঞ্জ জেলা উদীচী সম্মেলন

প্রকাশিত: ০৮:৫৫, ২৭ অক্টোবর ২০১৯

 ফিরোজ সভাপতি, সম্পাদক স্বপন ॥ কিশোরগঞ্জ জেলা  উদীচী সম্মেলন

মাজহার মান্না, কিশোরগঞ্জ ॥ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ১০ম দ্বিবার্ষিক জেলা সম্মেলন শুক্রবার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ প্রেসক্লাবে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে দ্বিতীয়পর্বে কাউন্সিলের মাধ্যমে উদীচী নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোঃ ফিরোজউদ্দীন ভুঁইয়া সভাপতি ও স্বপন কুমার বর্মণ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি দুলাল দত্ত রাখাল, দিলীপ চন্দ্র রায় ও আঃ ওয়াহাব, সহ-সাধারণ সম্পাদক মাজহার মান্না ও সাইফউদ্দীন আহমেদ লেনিন, কোষাধ্যক্ষ দেবব্রত দাস দেবু, সম্পাদকম-লীর সদস্য শরদিন্দু বিশ্বাস, কনক কান্তি বিশ্বাস, গঙ্গেশ ভট্টাচার্য শিপলু ও সেতারা বেগম এবং কার্যকরী সদস্য এ্যাডভোকেট শেখ নূরুন্নবী বাদল, অধ্যক্ষ ব্রজেন্দ্র চন্দ্র দাস, এ্যাডভোকেট হাসান ইমাম রঞ্জু, আবুল হাশেম, রুহুল আমিন, চিত্তরঞ্জন বর্মণ, নাসিমা রহমান, ফরিদ আহমেদ ও অপু সাহা। এর আগে সকালে ‘মানুষের কাছে পেয়েছি যে বাণী, তাই দিয়ে রচি গান-মানুষের লাগি ঢেলে দিয়ে যাব, মানুষের দেয়া প্রাণ’-এ স্লোগান নিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রাণেশ কুমার চৌধুরী। পরে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে আলোচনাসভায় মিলিত হয়। জেলা উদীচীর সভাপতি এ্যাডভোকেট শেখ নূরুন্নবী বাদলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উদীচী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক বদিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন উদীচী কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুস ছালাম রিপন, সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, সংগঠন বিষয়ক সম্পাদক কংকন নাগ ও সদস্য যীশুতোষ তালুকদার। এছাড়াও বক্তৃতা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জেলা বারের সিনিয়র আইনজীবী মোজাম্মেলন হক খান রতন, নাসিরউদ্দীন ফারুকী, অশোক সরকার, জেলা সিপিবি সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রবীণ চিকিৎসক মহীউদ্দিন আহমেদ, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ফিরোজউদ্দীন ভুঁইয়া, আবৃত্তিকার ম.ম জুয়েল প্রমুখ। এ পর্বে বরেণ্য চিকিৎসক সাহেব আলী পাঠানকে গুণীজন সম্মাননা দেয়া হয়। সঞ্চালনায় ছিলেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মণ ও সহ-সাধারণ সম্পাদক মাজহার মান্না। সন্ধ্যায় সাংস্কৃতিক পর্বে সিলেটের গণসঙ্গীত শিল্পী অংশুমান দত্ত, বাউলশিল্পী খোকন বয়াতি, স্বপন সরকার এবং উদীচীর সেতারা বেগম সেতু, মনিরুজ্জামানসহ স্থানীয় অন্যন্য শিল্পী সঙ্গীত পরিবেশন করেন।
×