ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কবি রিপন শানকে নিয়ে ম্যাজিক লণ্ঠন কবিতার আড্ডা

প্রকাশিত: ০৮:৫৫, ২৭ অক্টোবর ২০১৯

 কবি রিপন শানকে নিয়ে ম্যাজিক  লণ্ঠন কবিতার  আড্ডা

সংস্কৃতি ডেস্ক ॥ ‘কবিরা কবিতায় সময়কে ধরে রাখেন। শিক্ষার সঙ্গে সংস্কৃতির মেলবন্ধনে তৈরি হতে পারে সত্যিকারের মানুষ’। নদীমাতৃক কবি রিপন শানকে নিয়ে আয়োজিত ম্যাজিক লণ্ঠন সাপ্তাহিক কবিতার আড্ডা ৭১৫-এ আলোচকরা এ সব কথাগুলো বলেন। ২৫ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাঁটাবন কনকর্ড এ্যাম্পোরিয়ামের বেইজমেন্টে এ আড্ডা অনুষ্ঠিত হয়। আড্ডার মুখ্য কবি ছিলেন নদীর বুকে জীবন জ্বলে, ফিনিক্স পাখির উড়াল, রত্ন খচিত কুয়াশার লেখক, শূন্য দশকের উজ্জ্বল কবি রিপন শান। ম্যাজিক লণ্ঠন সম্পাদক কবি আবৃত্তিশিল্পী শাহিদা ফেন্সীর সভাপতিত্বে ৭১৫তম আড্ডায় কবি ও কবিতা নিয়ে বিশদ আলোচনা করেন কবি রেজাউদ্দিন স্টালিন, বিলু কবীর, ফেরদৌস হোসেন, ড. মিজান রহমান, কালাম ফয়েজী, এম আর মনজু, বাদল চৌধুরী, রমজান মাহমুদ প্রমুখ। বিশেষ এই কবিতার আড্ডায় উপস্থিত থেকে স্বরচিত কবিতা পাঠে অংশ নেন-কবি ফরিদুজ্জামান, আজিজুর রহমান, মোহাম্মদ বশির, সুকমল চন্দ্র বর্মণ, নূর মোহাম্মদ, মিয়া বাবরুল পথকবি, এমরান হোসেন, সৈয়দ এনায়েত আলী, মুহাম্মদ মনিরুজ্জামান, আ ই টুটুল, সাদিয়া আরমান, সাজু আহমেদ, সাঈদ জোবায়ের, সমা খান, গোলাপ হোসেন, নুর-উন-নবী জনি প্রমুখ। আড্ডা সঞ্চালনা করেন- ম্যাজিক লণ্ঠন প্রধান সম্পাদক রতন মাহমুদ।
×